নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ আদালতের নির্দেশে চিটফান্ড বিরোধী অভিযান শুরু করল প্রশাসন৷ শনিবার সকালে চিটফান্ড বেসিল ইন্টারন্যাশনাল এর সম্পত্তি ক্রোক হয়া হয়৷ সদর অতিরিক্ত মহকুমা শাসক সুব্রত মজুমদারের নেতৃত্বে শহরের কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ণ বেসিল অফিসে অভিযান চালানো হয়৷ ক্রোক করা হয় বেসিলের সম্পত্তি৷ আচমকা মহকুমা প্রশাসন ও পুলিশের অভিযানে স্থানীয় জনমনে তীব্র কৌতুহলের সৃষ্টি হয়৷ মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেসিল ইন্টারন্যাশনাল টিআরটিসি সংলগ্ণ অফিসটি মোট বারো গন্ডা জমি ঘিরে রয়েছে৷ যার বাজারমূল্য চার কোটি টাকা৷ বেসিলের সাতটি দামি গাড়ির হদিশ পেয়েছে পুলিশ৷ এই সমস্ত গাড়িগুলিও ক্রোক করা হবে৷ কিছুদিনের মধ্যেই এই গাড়িগুলি পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হবে বলে জানিয়েছে পুলিশ৷
এদিকে রাজ্যে আরও কয়েকটি চিটফান্ড সংস্থার সম্পত্তি ক্রোক করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে৷ এইসমস্ত ক্রোক করা সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের গচ্ছিত অর্থ ফেরত দেওয়া হবে কি না এই ব্যাপারে এখনই কিছু জানা জায়নি৷ বিষয়টি নিয়ে প্রশাসন পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ চিটফান্ড সংস্থার সম্পত্তি ক্রোক করার খবর ছড়িয়ে পড়তেই আমাতকারীদের মধ্যে খুশির বাতাবরণ দেখা গিয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যে কয়েকবছর আগে চিটফান্ড সংস্থাগুলির দৌরাত্ম্য ছিল৷ একের পর এক চিটফান্ডগুলি রাজ্যবাসীর কষ্টার্জিত টাকা নিয়ে পালিয়ে যায়৷ তারপরই রাজ্য সরকার নড়েচড়ে বসে৷ মামলা করা হয়৷ সিবিআই তদন্তের জন্য রাজ্য সরকার উদ্যোগ নেয়৷ সিবিআই টিম রাজ্যে এসে তদন্তও করেছে৷ এখন দেখার ক্রোক করা সম্পত্তি বিক্রি করে রাজ্যবাসীর কষ্টার্জিত জমানো টাকা ফেরত মিলে কি না৷