BRAKING NEWS

ছয় দিনের মধ্যে জাতীয় সড়ক দিয়ে আশি’র বেগে গাড়ি চলবে আশ্বাস অসম পূর্তমন্ত্রীর

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ আগষ্ট৷৷ বেহাল সড়ক সরেজমিনে দেখে ছয় দিনের ভেতর আশি কিলোমিটার বেগে গড়ী চলাচল করবে বলে আশ্বাস দিলেন আসামের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ প্রথমবারের মত দেরীতে হলেও শনিবার পূর্তমন্ত্রী লোয়ারপোয়া-চুড়াইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক সরেজমিনে দেখতে আসেন৷ সঙ্গে ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বিজেপির কর্মীরা৷ এদিন বিকাল সাড়ে তিনটা নাগাদ মন্ত্রী দেখতে আসেন বেহাল জাতীয় সড়ক৷ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলোচনা করেত গিয়ে বলেন, রাস্তার এই বেহাল দশার জন্য দায়ী আসামের বিগত দিনের কংগ্রেস সরকার আর ত্রিপুরার সিপিএম সরকার৷ ত্রিপুরায় সড়ক বেহালের জন্য পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ অন্যান্য সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে একথা মানতে নারাজ৷ মন্ত্রীর কথায় ইচ্ছাকৃতভাবে কালো বাজারীরা যদি মূল্যবৃদ্ধি ঘটায় সরকার যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এর জন্য কি দায়ী পর্তূ বিভাগ৷ দায়ী কি আসামের বিজেপি পরিচালিত সরকার? পরিমল শুক্লবৈদ্য বলেন, বরাকের রাস্তাঘাটের হাল তেমন সুবিধাজনক নয়৷ সরকারের কার্যকালে তা চলাচলের উপযোগী করার চেষ্টা জারী থাকবে৷ এদিন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে পুর্ত বিভাগের কর্তাদের সাথে আলোচনা করেন তিনি৷ বিধয়ক কৃষ্ণেন্দু পাল বলেন, সরকার গঠনের বেশী দিন হয়নি তাই এত অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়৷ একটু সময় লাগবে কাজ হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *