BRAKING NEWS

তেলিয়ামুড়া হাসাপাতালের আবাসনের ছাদের আস্তরণ ভেঙ্গে রক্তাক্ত চিকিৎসক

attackনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ গত ২৬শে জুলাইয়ের পর আবারো তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালের চিকিৎসকদের কোয়াটারের ছাদের কিছু অংশ ভেঙ্গে আহত আর এক মহিলা চিকিৎসক৷ ঘটনা সোমবার দুপুর ১টা নাগাদ৷ জানা যায় তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালের সরকারী আবাসনে থাকা মহিলা চিকিৎসকের থাকার ঘরে হঠাৎ করে ছাদের কিছু অংশ ভেঙ্গে পরে যায়৷ তখন তিনি খাওয়া দাওয়া সেরে বেসিনে হাত ধুতে গেলেই বিপত্তি ঘটে৷ উনার মাথায়, কপালে ও হাত সহ সমস্ত শরীরে আঘাত লাগে৷ উনার চিৎকারে লোকজন ছুটে আসে৷ তিনি জানান এই বিল্ডিংটি অনেক দিনের পুরানো৷ সংস্কারের অভাবে ভগ্ণ দশায় পরিনত হয়ে আছে৷  উল্লেখ্য গত জুলাই মাসের ২৬ তারিখ এমনি ভাবে আর এক মহিলা চিকিৎসক ডঃ মালবিকা দাসের ঘরের ছাদ ভেঙ্গে তিনিও আহত হয়েছিলেন৷ এরপর স্বাস্থ্য দপ্তর সহ এই হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিকদের টনক নড়েনি৷ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি৷ জানা যায় প্রায় ৩৫ বছর পুরানো এই দ্বি-তল বিশিষ্ট বিল্ডিংটি দীর্ঘ দিন ধরেই ভগ্ণ দশায়৷ আতঙ্কে দিন গুজরান করছেন অন্য চিকিৎসকরা৷ যে কোন সময় ভেঙ্গে পরতে পারে এই বিল্ডিংটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *