BRAKING NEWS

রেলে করে জ্বালানী তেল আনা হবে, আসবে বাংলাদেশ দিয়েও ঃ প্রভু

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ রাজ্যে জ্বালানি সমস্যা সমাধানে রেল সবরকম সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রেল মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ তিনি জানান, বাংলাদেশকে ব্যবহার করে এবং রেলের রো রো রেকে করে আনা হবে জ্বালানি তেল৷ পরিকাঠামোগত কিছু বিষয় রয়েছে যেগুলি খুব শীঘ্রই গড়ে তোলা হবে৷ জ্বালানি সমস্যার বিষয়ে সমাধান নিয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, যতদিন না রেলে করে পেট্রোল আনা সম্ভব হচ্ছে, রাজ্যের এই সমস্যা সমাধানে বাংলাদেশ দিয়ে জ্বালানি তেল নিয়ে আসার ব্যবস্থা করা হবে৷ এবিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই’র কথা হয়েছে৷ ফলে, আশা করা যাচ্ছে, শীঘ্রই মেঘালয়ের ডাউকি হয়ে বাংলাদেশ দিয়ে রাঘনা সীমান্ত অতিক্রম করে ধর্মনগর তেল ডিপোতে পৌঁছানো হবে পেট্রোল-ডিজেল৷
এদিকে, রবিবার বিকেলে বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, জ্বালানি তেল রেলে করে ত্রিপুরায় আনার বিষয়ে কিছুক্ষণ আগেই পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সহ পদস্থ আধিকারিকদের সাথে তাঁর বৈঠক হয়েছে৷ অবশ্য অনুষ্ঠান মঞ্চেই তিনি পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে ত্রিপুরার মুখ্যসচিবের সাথে রেলে করে জ্বালানি তেল আনার বিষয়ে বৈঠক করার জন্য নির্দেশ দিয়েছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানিয়েছেন, ত্রিপুরায় জ্বালানি সংকট নিরসনে শীঘ্রই বাংলাদেশ দিয়ে পেট্রো পণ্য আনা হবে৷
এদিন, ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার জন্য পেট্রো পণ্যের যে সমস্যার সৃষ্টি হয়েছে তার উল্লেখ করে রেল প্রতিমন্ত্রী বলেন, দিল্লীতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বাংলাদেশের ভেতর দিয়ে পেট্রোল ডিজেল আনার রাজ্যবাসীর দাবির কথা আলোচনা হয়েছে৷ খুব সহসাই সে ব্যবস্থা কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাঁর দাবি, দুয়েক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে৷
উল্লেখ্য, রাজ্যে জ্বালানি তেল সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ বিশেষ করে রাজধানী আগরতলা পেট্রোল বিদ্রোহে উত্তপ্ত হয়ে উঠে শুক্রবার৷ দফায় দফায় পথ অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ যান চালকরা৷ পরিস্থিতি সামাল দিতে জেলা এবং পুলিশ প্রশাসনকে হিমসিম খেতে হয়েছে৷ ফলে, পেট্রোলের সংকট মোকাবিলায় এখন যানবাহনের ইন্সুরেন্স কাগজ দেখিয়ে পেট্রোল সংগ্রহ করার বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন৷ শুধু তাই একবার পেট্রোল সংগ্রহ করলে, পুণরায় তিনদিন পর ফের পেট্রোল মিলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *