নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ইন্দু-বাংলা ত্রিপুরা সীমান্তে অপরাধ নিয়ে আগরতলায় শুরু হয়েছে বিএসএফ এবং বিজিবির আইজি পর্যায়ের বৈঠক৷ শালবাগানস্থিত বিএসএফ এর কর্য্যালয়ে রবিবার থেকে শুরু হয়েছে এই বৈঠক৷ চলব ২৭ জুলাই পর্যন্ত৷ বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারীকরা ত্রিপুরা সীমান্তে নানা ধরনের অপরাধ এবং জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন৷ প্রথম দিনে দুই দেশের প্রতিনিধিরা জমি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ পাশাপাশি এই বৈঠকে আলোচনা হবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথভাবে কিছু কর্মসূচী চূড়ান্ত করা নিয়েও৷
এদিন সকালে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে রাজ্যে আসেন বিজিবির ২১ সদস্যক এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিজিবির রিজিওযন্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার মহম্মদ হাবিবুল করিম৷ আখাউড়ায় বাংলাদেশের প্রতিনিধিদের স্বাগত জানায় বিএসএফ কর্তৃপক্ষ৷ সেখান থেকেই বাংলাদেশের প্রতিনিধিরা চলে যান শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে৷ সেখানে শুরু হয় বৈঠক৷ জানা গিয়েছে, রাজ্য অতিথিশালাতেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে৷ বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান এবং অনুপ্রবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে৷
গতবছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফর করেছেন৷ তাঁর সফরকালে তিনি ভারত-বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন৷ সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ হয়নি সেগুলি দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছিলেন৷ এদিকে গত ২৪ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব সুশিল কুমার ত্রিপুরা সফরে আসেন৷ তিনি এখানে কয়েকদিন অবস্থান করে৷ তখনও তিনি রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা সফর করেছেন৷ যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হয়নি সেগুলি দ্রুত সম্পন্ন করার কথা বলে গিয়েছেন৷ শ্রীকুমার তখন ত্রিপুরার যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি সেগুলি দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন৷ তিনি বর্ডার এরিয়া ডেভলাপম্যান্ট প্রোগ্রাম তথা সীমান্ত এলাকা উন্নয়ন কর্মসূচীর হাল দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পরামর্শ দিয়েছিলেন যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য৷ কিন্তু, ত্রিপুরায় তা এখনও সম্পন্ন হয়নি৷ অন্যদিকে আসামে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গিয়েছে৷
2016-07-25