নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে পাম্পগুলিতে মঙ্গলবার পেট্রোল
দেওয়া হয়েছে৷ আগরতলার সিংহভাগ পাম্পেই এদিন পেট্রোল দেওয়া হয়েছে৷ কিন্তু, পেট্রোল সংগ্রহ করার জন্য বাইক ও যান চালকদের দীর্ঘ লাইন নজরে এসেছে৷ প্রতিটি পাম্পেই এদিন বৃষ্টির মধ্যেই বাইক চালকরা লাইন ধরে পেট্রোল সংগ্রহ করেছেন৷
এদিকে, অভিযোগ উঠেছে একাংশ কালোবাজারী এদিনও সক্রিয় ছিল৷ একাধিক বার লাইনে দাঁড়িয়ে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করে মজুত করেছে৷ পেট্রোলের কৃত্রিম সংকট তৈরীর চেষ্টা অব্যাহত রয়েছে৷ পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল মজুত থাকা সত্বেও কালোবাজারীরা অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করেছে৷ এজন্য দিনভর প্রায় প্রতিটি পাম্পে পেট্রোল সরবরাহ করা হলেও লাইন দীর্ঘই নজরে এসেছে৷
অন্যদিকে, রেশনিং ব্যবস্থা এখনও জারি রয়েছে৷ প্রতিটি বাইকে একবারে ২০০ টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছে৷ অন্যদিকে অটোতে ৩০০ টাকার এবং অন্যান্য মাঝারি যানবাহনে ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে৷ তবে গুজব ছড়িয়েছে বর্ষার মরশুমে যেকোন সময় বিকল্প জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়তে পারে৷ তাই এখন থেকেই প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল মজুত করে রাখা হচ্ছে৷ এদিকে, প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল মজুত রাখার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরী হচ্ছে৷ এই বিষয়ে অবশ্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ তাতে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে৷