BRAKING NEWS

প্রস্তাবিত সংযুক্তির বিরোধিতা করে ১২ জুলাই থেকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট

দিল্লি, ১০ জুলাই (হি.স.) : পরপর দু দিন ধর্মঘটে সামিল হচ্ছেন স্টেট ব্যাঙ্ক ও সহযোগী ব্যাঙ্কগুলির কর্মীরা।যার জেরে মঙ্গল ও বুধবার ব্যাহত হবে ব্যাঙ্ক পরিষেবা। প্রস্তাবিত ব্যাঙ্ক সংযুক্তির বিরোধিতা করে ১২ জুলাই থেকে দু’দিনের ধর্মঘটে সামিল হচ্ছেন স্টেট ব্যাঙ্ক ও সহযোগী ব্যাঙ্কগুলির কর্মীরা। আর আই ডি বি আই ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরোধিতা করে ১৩ জুলাই দেশব্যাপী ধর্মঘটে সামিল হচ্ছে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ইউনিয়ন। যার জেরে চেক ক্লিয়ারেন্স, টাকা জমা–তোলার মত পরিষেবা ব্যাহত হবে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটাচলম বলেন, ‘মুখ্য শ্রম কমিশনারের সঙ্গে আমাদের বৈঠক ব্যর্থ হওয়ায় আমরা প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট চালিয়ে যাব।’ ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হচ্ছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং স্টেট সেক্টার ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। বেঙ্কটাচলম বলেছেন, অনাদায়ী ঋণ আদায় করার পথে না হেঁটে মানুষকে বিভ্রান্ত করে ব্যাঙ্কের লাভের জন্য বেসরকারিকরণ আর সংযুক্তির চেষ্টা করা হচ্ছে। এই পদক্ষেপ মেনে নেওয়া যায় না।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *