বাংলাদেশ দিয়ে বিকল্প পথে রাজ্যে জ্বালানি আনার উদ্যোগ আইওসি’র

india bangladeshনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ আসাম-আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে গেলে রাজ্যে পণ্যসামগ্রীর পাশাপাশি পেট্রোল-ডিজেলের মারাত্মক সংকট দেখা দেয়৷ এই সমস্যার সমাধানে আইওসিএল এক নতুন উদ্যোগ গ্রহণের  প্রস্তুতি নিচ্ছে৷ মেঘালয়ের সীমান্ত দাউকি দিয়ে বাংলাদেশ হয়ে রাগনা সীমান্ত দিয়ে ধর্মনগরে পৌঁছাবে পেট্রোল-ডিজেলবাহী ট্যাঙ্কার৷ বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে পেট্রো পণ্যের আমদানির জন্য প্রস্তাব ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে দেওয়া হয়েছিল৷ অবশেষে এই সড়ক পথ দিয়ে রাজ্যে পেট্রোল-ডিজেল আনা সম্ভব হবে তা এক প্রকার চূড়ান্ত৷ সে মোতাবেক আইওসিএল’র কার্যনির্বাহী অধিকর্তা দীপঙ্কর রায় শুক্রবার মহাকরণে খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহার সাথে বৈঠক  করেছে৷ ঐ বৈঠকে বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে পেট্রোল-ডিজেল আমদানির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রক থেকেও এবিষয়ে সবুজ সংকেত মিলেছে বলে খাদ্য দপ্তরের অধিকর্তা জানিয়েছেন৷ তিনি বলেন, বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে পেট্রোল-ডিজেল আনার ক্ষেত্রে কিছু আইনী জটিলতা রয়েছে৷ আগামী কয়েকদিনে আইওসিএল ঐ আইনী জটিলতা কাটানোর ব্যবস্থা নেবে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফেও সহযোগিতা পাওয়া যাবে৷ বাংলাদেশের সড়ক পথ দিয়ে পেট্রোল-ডিজেল আমদানি করা সম্ভব বলে বর্ষা মরশুম আসতেই আসাম-আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে গেলে রাজ্যে যে পেট্রো পণ্যের যে হাহাকার শুরু হয়ে যায়, সে সমস্যা সমাধান হয়ে যাবে৷