আগরতলায় বাংলাদেশ ভিসা অফিস অভিযান আইপিএফটি যুব সংগঠনের

YIPFTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বাংলাদেশে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীদের্ উপর মৌলবাদীদের নির্যাতন ও হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলায় র্যালি ও বাংলাদেশ ভিসা অফিস অভিযান করেছে আইপিএফটির যুব সংগঠন৷
গত বেশকিছুদিন ধরেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী এবং উপজাতিদের উপর হামলা হুজ্জুতি ও নির্যাতন চালিয়ে যাচ্ছে মৌলবাদীরা৷ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে আইপিএফটি এবং আইপিএফটির যুব সংগঠন৷ যুব সংগঠনের উদ্যোগে শুক্রবার আগরতলায় অবস্থিত বাংলাদেশ ভিসা অফিস অভিযান করা হয়৷ বিবেকানন্দ ময়দান থেকে র্যালি করে তারা বাংলাদেশ ভিসা অফিসের সামনে যান৷ ভিসা অফিস অভিযানকালে আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সদস্য বুদ্ধ দেববর্মা বলেন, গত ২৯ জুন বাংলাদেশে উপজাতিদের উপর মৌলবাদীরা হামলা চালিয়েছে৷ ওইসব এলাকার উপজাতিরা ঘরবাড়ি ফেলে চলে আসতে বাধ্য হয়েছেন৷ ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইপিএফটির যুব সংগঠন আন্দোলনে সামিল হয়েছে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও আইপিএফটির পক্ষ থেকে স্মারকলিপি পাঠানো হয়েছে৷ উল্লেখ্য, বাংলাদেশে নির্যাতিত ত্রিপুরীরা খোয়াইয়ের গুম সিং বাড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় আসতে বাধ্য হয়েছিল৷ বাংলাদেশ সরকার যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে না পারে তাহলে ত্রিপুরার ত্রিপুরী জনগোষ্ঠী আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷ আইপিএফটি নেতা বলেন, বাংলাদেশে ত্রিপুরীরা আছে, ত্রিপুরাতেও মুসলিমরা আছে৷ ত্রিপুরায় মুসলিমদের শান্তিতে বসবাস করতে দেওয়া হচ্ছে৷ বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরীদের উচ্ছেদ করলে ত্রিপুরায় বসবাসকারী মুসলিমদের অবস্থা কি হবে তা চিন্তা করেই নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানানো হয়েছে৷
আইপিএফটি এবং তার যুব সংগঠন বলেছে ত্রিপুরায় সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চায়৷ বাংলাদেশেও ত্রিপুরীদের নিরাপত্তা নিশ্চিত করা সে দেশের সরকারের দায়িত্ব৷ সে দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য দাবি জানিয়েছে আইপিএফটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *