BRAKING NEWS

টাক্কাতুলসীতে ওএনজিসির গ্যাস উত্তোলন কেন্দ্রে আগুন ৩৬টি ফায়ার ইঞ্জিনেও পরিস্থিতি বেসামাল

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ সাব্রুমের টাক্কাতুলসীতে ওএনজিসির গ্যাস উত্তোলন কেন্দ্রে ভয়াবহ অগ্ণিকান্ড হয়েছে শুক্রবার বিকালে৷ রাতে খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ এই অগ্ণিকান্ডে আশেপাশের এলাকায় ব্যপাক আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ অবিভক্ত দক্ষিণ জেলার প্রতিটি ফায়ার স্টেশন থেকে মোট ছত্রিশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা৷ ফায়ার সার্ভিসের কোন কৌশলই কাজে আসছে না৷ জানা গিয়েছে, হায়দ্রাবাদ থেকে আগামীকাল সকালের বিমানে বিশেষজ্ঞ টিম আনা হবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য৷
সংবাদে প্রকাশ, টাক্কাতুলসীর ত্রিমুখা এলাকায় বেশ কয়েকবছর যাবৎ ওএনজিসির একটি গ্যাস উত্তোলন কেন্দ্র রয়েছে৷ এই কেন্দ্রে এদিন বিকালে হঠাৎ আগুন লেগে যায়৷ আগুন লাগার পর সেখানে কর্তব্যরত কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাথমিকভাবে চেষ্টা করেছেন৷ কিন্তু তাতে কোন কাজ হয়নি৷ মুহুর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সাব্রুম ফায়ার স্টেশনে৷ ফায়ার সার্ভিসের ইঞ্জিন নিয়ে গিয়ে কর্মীরা চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় বিষয়টি ফায়ার সার্ভিস বিভাগের শীর্ষ আধিকারীকদের জানানো হয়৷ পরিস্থিতি স্পর্শকাতর হওয়ায় দপ্তর কর্তাদের নির্দেশ পেয়ে অবিভক্ত দক্ষিণ জেলার প্রায় প্রতিটি ফায়ার স্টেশন থেকে ইঞ্জিন নিয়ে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ বিকাল থেকে ৩৬ টি ইঞ্জিন ও শতাধিক ফায়ারম্যান ও আধিকারীক আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ গোটা এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ এলাকার মানুষজনও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ ওএনজিসির এক আধিকারীক জানিয়েছেন আগুন নেভনোর জন্য আগামীকাল হায়দ্রাবাদ থেকে একটি বিশেষজ্ঞ টিম রাজ্যে নিয়ে আসা হবে৷ এদিকে, অগ্ণিকান্ডের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গিয়েছে ঐ গ্যাস উত্তোলন কেন্দ্রে একটি পাইপের মুখ বন্ধ করা অবস্থায় ছিল৷ সেই এলাকায় দুইজন প্রহরীও রয়েছে৷ প্রহরীদের অবর্তমানে কেউ ঐ পাইপের মুখটি খুলে দিয়েছে৷ তাতে গ্যাস নির্গমন হতে থাকে এবং আগুন লেগে যায়৷ এই বিষয়ে ওএনজিসি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে৷ তবে এখনও এই বিষয়ে কাউকে দোষী পাওয়া যায়নি৷ দোষী পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওএনজিসির এক আধিকারীক জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *