BRAKING NEWS

মরণ ফাঁদে পরিণত বিশ্রামগঞ্জ থেকে জোড়াপুকুর পার যাওয়ার কাঠের সেতু

ROADনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ জুন৷৷ বিশ্রামগঞ্জ ডিএম অফিস থেকে মাত্র ১ কিলোমিটার এই কাঠের সেতুটির দূরত্ব৷ জোড়পুকুর পার এলাকাবাসীর একমাত্র রাস্তা বিশ্রামগঞ্জ যাওয়ার জন্য এই সেতুটি ভরসা৷ কিন্তু এই সেতুটির অবস্থা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ দীর্ঘ দুবছর আগে রাঙ্গাপানী নদীর উপর আরেকটি পাকা সেতু নির্মাণ হয়েছে, পিডব্লিউডি কর্তৃপক্ষের সহায়তায়৷ কিন্তু কেন এই উদাসীনতা তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশা দেখা দিয়েছে৷ তারা বহুবার কর্তৃপক্ষকে চিঠিতে সেখানে যোগাযোগ করেও কোন প্রতিকার পায়নি৷ এখন কাঠের সেতুটিই হচ্ছে তাদের একমাত্র ভরসা৷ এই কাঠের সেতুটি দিয়ে মোটর সাইকেল, অটো সবরকমের যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত৷ যে কোন সময় যানবাহন রাঙ্গাপানী নদীতে পড়ে যেতে পারে৷ তাছাড়া যদি কোন কারণে জোড়পুকুর পার এলাকায় কোন দুর্ঘটনা ঘটে, বিশ্রামগঞ্জ থেকে অগ্ণিনির্বাপক দপ্তরে ছোট বড় কোন যানবাহনই যেতে পারবে না এই সেতুর উপর দিয়ে৷ তাই এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন৷ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন যে পাকা সেতু নির্মাণ সম্পূর্ণ হওয়ার দুবছর পরও কেন সেতুটি যান চলাচল করা সম্ভবপর হয়নি এনিয়ে প্রশ্ণচিহ্ণ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *