BRAKING NEWS

বিজেপির কার‌্যকারিণী বৈঠক ঘিরে পোস্টারে ছয়লাপ এলাহাবাদ

এলাহাবাদ, ১২ জুন (হি.স.) : পোস্টারে ছেয়ে গেছে এলাহাবাদ| ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কার‌্যকারিণী বৈঠককে কেন্দ্র করে বিপুল সংখ্যক পোস্টার গেলেছে বিজেপির কার‌্যকারিণী বৈঠক স্থল কানহা শ্যাম হোটেলে যাওয়ার রাস্তার দুই ধারে | বিজেপির প্রচারের পোস্টারের পাশাপাশি কেন্দ্রের শাসক দলের বিরোধিতা করেও বেশ কিছু পোস্টার লাগানো হয়েছে| বিজেপির বিরোধিতা করে পোস্টার লাগিয়েছে কংগ্রেস| শুধু পোস্টার লাগিয়েই ক্ষান্ত হয় নি,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করে একাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস |
মহানগরের সিভিল লাইন্স এলাকার রাস্তায় বিজেপির তরফে লাগানো পোস্টারে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, পূর্ব প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আডবাণী এবং বরুণ গান্ধীর ছবি লাগানো হয়েছে বিপুল সংখ্যায়| তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা এবং সাংসদ ডাঃ মুরলী মনোহর যোশীর পোস্টার পড়েছে হাতে গোনা কয়েকটি|
তবে পোস্টারের লড়াইয়ে এখানেও এগিয়ে রয়েছেন বরুণ গান্ধী। সঙ্গম নগরীতেও পোস্টার-যুদ্ধে এগিয়ে তিনিই। পোস্টারে বরুণের বড় ছবি, আর সঙ্গে ছোট ছবি নরেন্দ্র মোদীর ও বাকি নেতাদের। না, নিজেকে মুখ্যমন্ত্রী করার দাবিতে এই পোস্টার নয়। বরং বিজেপির রাজনৈতিক অবস্থান মেনেই উত্তরপ্রদেশে ‘মিশন ২৬৫’-এর কথা বলা হয়েছে। কোথাও বা আক্রমণ করা হয়েছে রাজ্যের অখিলেশ সরকারকে। কিন্তু শহরে পা রাখলেই মনে হবে, দলের একমাত্র মুখ বরুণ গান্ধীই। দলের ভবিষ্যতও তিনি। দলের একমাত্র সম্ভাবনা নিহিত রয়েছে বরুণেই। আর এই অতি ‘বাড়াবাড়ি’তেই এখন বরুণের উপর বিরক্ত দলের নেতৃত্ব।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *