BRAKING NEWS

পাঞ্জাবের সীমান্তে বিএসএফ-এর গুলিতে হত দুই পাক মাদক পাচারকারী জঙ্গি

ফাজ়িলকা (পঞ্জাব), ১২ জুন (হি.স.) : বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল পাকিস্তানের দুই মাদক পাচারকারী জঙ্গির। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ভারত-পাক সীমান্তের ফাজিলকা এলাকায় ৷ ফাজ়িলকা এলাকায় মাদক পাচারের চেষ্টা চালাচ্ছিল তারা। তাদের সেই প্রচেষ্টাকে বানচাল করতে গুলি চালায় বিএসএফ। মৃত্যু হয় দু’জনের। মৃত দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও ১০ কেজি মাদক৷ আহত অবস্থায় একজনকে আটক করতে পেরেছে বিএসএফ।
সরকারি সূত্রে জানা গেছে, এদিন ভোররাতে সোহানা বর্ডার পোস্টের অধীনে আন্তর্জাতিক সীমানা এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ৷মুহূর্তেই তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন জওয়ানেরা৷ কিন্তু, সেই নির্দেশ অমান্য করতেই বিএসএফ জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছোড়ে৷ বিএসএফের গুলিতে ঝাঁঝরা হয়ে হয়ে যায় দুই জঙ্গির দেহ৷ পরে দেহ দুটি উদ্ধার করতে গিয়ে ১৫টি মাদকের প্যাকেট ও অস্ত্র উদ্ধার করে বিএসএফ৷ তাতে হেরোইন রাখা আছে বলেই মনে করা হচ্ছে। এ ছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ। আহত অবস্থায় একজনকে আটক করতে পেরেছে বিএসএফ। সেখানে তল্লাশি অভিযান জারি রাখা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *