BRAKING NEWS

অরল্যান্ডোর নাইটক্লাবে হানা দিয়ে কমপক্ষে ২০ জনকে পণবন্দি করল বন্দুকবাজরা, আহত ৩০ জন

অরল্যান্ডো, ১২ জুন (হি.স.) : ফের বন্দুকবাজের হানা মার্কিন মুলুকে। এবার অরল্যান্ডোর একটি নাইটক্লাবে। জানা যাচ্ছে, পালস নামক ওই নাইট ক্লাবটিতে কমপক্ষে ২০ জনকে পণবন্দি করা হয়েছে। আহত বহু। কমপক্ষে ৩০ জন গুলিতে জখম বলে শোনা যাচ্ছে।
স্থানীয় সময় রাত দুটো, থিকথিকে ভিড় ফ্লোরিডার অরল্যান্ডো শহরের নাইট ক্লাব ‘পালস’–এ। হঠাৎ হুলুস্থুলু পড়ে যায় ক্লাবের মধ্যে। ঢুকেই গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। হামলাকারীর হাতে একে-৪৭ রাইফেল ও গায়ে বোমা বাঁধা ভেস্ট পরা বলে খবর সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই নাইটক্লাবের মধ্যে ব্যাপক গুলির আওয়াজ পাওয়া যায়।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে অরল্যান্ডো পুলিশ। তারা এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছে। ক্লাবের চারপাশ ঘিরে ফেলে পুলিসে। কম করে ৭০ জন পুলিস কর্মী ক্লাবটিকে হানাদের দখল মুক্ত করার কাজে লেগে রয়েছে। খবর, এখনও বেশ কয়েকজনকে আটকে রেখেছে হামলাকারীর দল। স্থানীয় সংবাদ চ্যানেলের খবর অনুসারে, কম বেশি ৩০ জনের গায়ে গুলি লেগেছে। মৃত ও আহতের সংখ্যা এখনও স্পষ্ট করতে পারেনি পুলিস। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *