নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ জুন৷৷ শনিবার হালকা বর্ষণে আঠারমুড়া পাহাড়ে ধস পরে বন্ধ হয়ে পরা জাতীয় সড়কের অবস্থা স্বাভাবিক হয়নি৷ ফলে দূরদূরান্ত থেকে আসা যাত্রী সহ লরি চালকদের নাজেহালের সম্মুখীন হতে চলেছে৷
উল্লেখ্য, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ মুঙ্গিয়াকামী ব্লকের আঠারমুড়া জাতীয় সড়কের ৪৩ এবং ৪৫ মাইল এলাকা ধস নামে৷ রবিবার সকাল থেকে ধস সরানোর কাজে মহকুমা হাত দেয়৷ এরপর থেকে দীর্ঘ ৭২ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে ও জাতীয় সড়ক স্বাভাবিক হয়নি৷ এদিকে তিন দিন ধরে ধস সরানোর কাজ চলে আসছে বলে সংবাদ৷ যদিও ধসের ফলে যাত্রী কিংবা যানবাহনের মধ্যে ক্ষয়ক্ষতি না হলেও মালবাহী লরিগুলি ধস পরা মাটিতে পিছলে যাচ্ছে প্রতিনিয়ত৷ ফলে আগরতলা থেকে আসা মালবাহী লরি সহ যাত্রীবাহী বাসগুলিকে খোয়াইমুখী করে দিচ্ছে তেলিয়ামুড়া পুলিশ৷
মঙ্গলবার সকাল থেকে আগরতলা আসা দূরপালার লরিসহ যাত্রী বাহিলরি গুলিকে করইলং খোয়াই চৌমুহনী এলাকায় তেলিয়ামুড়া থানার পুলিশ কর্মীরা খোয়াই হয়ে ধর্মনগর, আমবাসা, মনু কৈলাসহর সহ বর্হিরাজ্যে যাওয়ার জন্যে গাড়ী চালকদের বাধ্য করছে৷ কারণ জাতীয় সড়কে এক সাথে দুইটি গাড়ী যাতায়তে অসুবিধে৷ এদিকে যান চালকদের অভিমত খোয়াই হয়ে যাওয়াতে অন্তরায় রয়েছে৷ কারণ তাতে গাড়ির খরচ অনেকাংশে বৃদ্ধি পাবে৷ সময় ও অনেকাংশে বেশি লাগবে বলে ধারনা৷ যদিও পূর্ব ঘোষণা ছাড়াই এমন ধরনের পদক্ষেপের অনীহা প্রকাশ করছেন৷