BRAKING NEWS

নারী ঘটিত অপরাধ বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে নারীঘটিত অপরাদ৷ রেহাই পাচ্ছে না শিশু কন্যারাও৷ যা লজ্জাজনক ঘটনা৷ এবার নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অকপটেই তিনি স্বীকার করেছেন এই রাজ্যে নারীদের উপর অপরাধ প্রবণতা বাড়ছে৷ পাশাপাশি তিনি এও বলেছেন রাতের অন্ধকারে পার্কগুলিতে চলে নেশা সেবন৷ পণপ্রথা নিয়ে দোষলেন অভিভাবকদের৷
manikশেষ পর্যন্ত নারী ঘটিত অপরাধ বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী৷ এক প্রকার উদ্বেগের সাথেই রবিবার মানিক সরকার বলেছেন দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্যেও মায়েদের বোনেদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা বাড়ছে৷ রবিবার আগরতলা পুর নিগমের ২৫নং ওয়ার্ডের উদ্যোগে ধলেশ্বরস্থলে আয়োজন করা হয় বৃক্ষরোপণ ও স্বেচ্ছা রক্তদান শিবিরের৷ এদিন শিবিরের উদ্বোধক ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে অকপটেই রাজ্যে নারী ঘটিত অপরাধ বৃদ্ধির কথা স্বীকার করেন৷ তিনি বলেছেন, নারী ঘটিত অপরাধ বন্ধ করতে আমরা নানাভাবে উদ্যোগ নিলেও কোনভাবেই শূন্যের কোটায় আনা যাচ্ছে না৷ পুলিশের ব্যর্থতাকে পরোক্ষভাবে হলেও স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন, এই অপরাধ বন্ধ করতে হলে শুধুমাত্র পুলিশ, প্রশাসন, বিচারালয় তাদের দায়িত্ব তাহলে ভুল হবে৷ তিনি সমাজের সকল অংশের মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান৷
মানিক সরকার বলেন, সংবাদ মাধ্যমে যখন ধর্ষণের ঘটনার খবর প্রকাশিত হয় তখন তা পড়তে লজ্জা বোধ করি৷ এমন সমস্ত লোক বিশেষ করে বয়স্ক লোকরা যখন এই ঘটনায় জড়িয়ে পড়ে তখন লজ্জাবোধ হয়৷
প্রণপ্রথা সম্পর্কে মুখ্যমন্ত্রী তার ভাষণে অভিভাবকদের দায়ি করেন তাছাড়া রাজ্যে যে নেশাদ্রব্য বিক্রিত সেবন বাড়ছে তাও অকপটে স্বীকার করেন৷ বলেন সৌন্দর্য্যায়নের জন্য যে পার্কগুলি তৈরি করা হয়েছে সেগুলিকে ভেঙ্গে রাতের অন্ধকারে নেশা সেবনের ধুম পড়ে৷
মুখ্যমন্ত্রী এদিন সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে এই সামাজিক অপরাধ বন্ধের দাবি জানান৷ এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর নানা মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ণ মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রেসিডেন্ট কলার প্রাপ্ত পুলিশ প্রসাসন কি তাহলে নারীঘটিত অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছে? তাছাড়া এনিয়ে সরব হলেও নারীঘটিত অপরাধ বন্ধে সরকার আগামী দিনে কোন পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে কিন্তু কোন আশারবাণী শোনাতে পারলেন না মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *