BRAKING NEWS

কংগ্রেসের সাত বিধায়ককে এক পাল্লায় তুলতে গিয়ে বিপর্য্যস্ত বর্মন শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে সাত বিধায়ককে এক পাল্লায় তুলতে কালঘাম ছুটছে সুদীপ বর্মনদের৷ ঘন ঘন পাল্টি খাচ্ছেন বাধারঘাটের কংগ্রেস বিধায়ক দিলীপ সরকার৷ তবে, এর পেছনে কারণ অবশ্য রবিবার জীতেন সরকার সুদীপ বর্মনদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ায়৷ অনুগামীদের আক্রোশের মুখে জীতেনবাবু রাজ্য পুলিশের মহানির্দেশকের শরণাপন্ন হয়েছেন৷ ফলে, তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ মুকুল রায়ের রাজ্য সফরে সুদীপ বর্মনদের সাথে Mukulবৈঠক করতে দেখা গিয়েছিল জীতেন সরকারকেও৷ তাই তিনি সাথেই আছেন ধরে নিয়েছিলেন সুদীপ বর্মনরা৷ সূত্রের খবর, জীতেন অনুগামীরা তাঁকে কংগ্রেস না ছাড়ার জন্য হুমকি দিয়েছেন৷ অনুগামীদের আক্রোশের মুখে তাদের শান্ত করতে জীতেন সরকার কংগ্রেসেই থাকবেন বলে আশ্বস্থ করেছেন৷ তবে, ভয় না কাটায় তিনি পুলিশের মহানির্দেশকের কাছে তাঁর নিরাপত্তা বাড়ানোর আর্জি জানান৷ সূত্রের খবর, পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে জীতেন সরকারের বাসভবনে৷ এই ঘটনা জানতে পেরে বাধারঘাটের বিধায়ক দিলীপ সরকার সকালে তৃণমূলে যোগ দিতে সম্মত হয়ে বিকালেই পাল্টি খেয়ে গেলেন৷ জানিয়ে দিলেন তৃণমূলে যোগ দিতে ভাবার জন্য আরও সময় প্রয়োজন তাঁর৷ ফলে, মহাসংকটে পড়েছেন সুদীপ বর্মনরা৷
সূত্রের খবর, যেকোন শর্ত মানা হবে বলে দিলীপ সরকার এবং জীতেন সরকারকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য রাজী হতে অনুরোধ জানিয়েছেন সুদীপ রায় বর্মন৷ সূত্রের খবর, জীতেন সরকার ও দিলীপ সরকার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে দোটানায় পড়ে যাওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা তাঁদের সাথে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছেন৷
তবে, একাংশের মতে তৃণমূলে যোগ দেওয়ার ক্ষেত্রে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা তাঁর সাথে না ঘটে সেজন্যই পুলিশের দ্বারস্থ হয়েছেন জীতেন সরকার৷ সূত্রের দাবি, সুদীপ রায় বর্মনদের পাশেই থাকতে চাইছেন জীতেন সরকার৷ কারণ, সাত বিধায়ক একযোগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরিস্থিতি হতে দেখে এবার শর্ত সাপেক্ষে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথও তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ সূত্রের দাবি, তৃণমূলে যোগ দেওয়ার ক্ষেত্রে বিধায়ক রতন লাল নাথ প্রধান শর্ত রেখেছেন বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ার তাঁকে ছেড়ে দিতে হবে৷ তপসিয়া ভবন সূত্রে খবর আট বিধায়ক নিয়ে রাজ্যে তৃণমূল যাত্রা শুরু করলে বিরোধী দলনেতার পদ রতন লাল নাথকে দেওয়া হবে৷ সেক্ষেত্রে সুদীপ রায় বর্মন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ পাচ্ছেন৷ তবে, তৃণমূলের তরফে শর্ত পূরণে প্রতিশ্রুতি না পাওয়া পর্য্যন্ত রতন লাল নাথ দল ছাড়ার বিষয়ে কোন পদক্ষেপ নেবেন না৷
শুক্রবার রাজ্য সফরে এসে মমতার দূত মুকুল রায় ইঙ্গিত দিয়েছিলেন দুই এক দিনের মধ্যে বড় খবর পাওয়া যাবে৷ তপসিয়া ভবন সূত্রের দাবি মুকুল রায় মূলতঃ রতন লাল নাথও তৃণমূলে যোগ দেবেন বলে ইঙ্গিত করেছিলেন৷ গত দুইদিন ধরে বাধারঘাটের কংগ্রেস বিধায়ক দিলীপ সরকারকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল৷ পাশাপাশি রতন লাল নাথকেও তৃণমূলে যোগ দেওয়ার জন্য টোপ দেওয়া হয়েছিল৷ কিন্তু এখন জীতেন সরকার বেঁকে বসায় পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে উঠল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *