BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর কাছে ড্রাগসমুক্ত অসম গড়ার আহ্বান মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের

গুয়াহাটি, ০৫ জুন, (হি.স.) : অসমে ক্রমবর্ধমান ড্রাগস-ব্যাধি থেকে যুব সমাজকে রক্ষা করার আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শীর্ষ স্থানাধিকারী কৃতী মেধাবী ছাত্রছাত্রীরা। আজ দিশপুরে মুখ্যমন্ত্রীর সভাগৃহে আয়োজিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসার পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখার পাশাপাশি তাঁরা রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আর্জিও জানিয়েছে সর্বানন্দ সনোয়ালকে। শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে এক এক করে সকল কৃতী পড়ুয়াকে ফুলের তোড়া, অসমের মর্যাদাসম্পন্ন গামোছা ও জাঁপি দিয়ে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। তারপর নিজের নিজের ভাষণে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রদত্ত এই সংবর্ধনায় তাঁরা আপ্লুত বলে জানিয়ে রাজ্যের যুবসমাজকে ড্রাগস-এর হাত থেকে রক্ষা করতে ড্রাগ-মাফিয়াদের লাগাম ধরতে আবেদন রাখে। পাশাপাশি গরিব-দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এইসব পডুয়াদের উচ্চশিক্ষার জন্য বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া এবং রাজ্যে বেকারদের জন্য উপযুক্ত কর্মসংস্থাপনের সুযোগ বাড়ানোর আর্জিও জানিয়েছে তাঁরা।
তাঁদের গঠনমূলক এই চিন্তায় তিনি মুগ্ধ বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমের উন্নয়নের স্বার্থে তাঁরা ক্ষমতায় এসেছেন। সকল ছাত্রছাত্রী, বেকার যুবক-যুবতীদের কল্যাণে বহু পরিকল্পনা তাঁর সরকারের আছে। কেবল একটু সময়ের প্রয়োজন।রাজ্য সরকার খুব শীঘ্রই অসমের তিন হাজার শিক্ষার্থীকে সর্বভারতীয় সার্ভিসের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার উপযোগী করে গড়ে তুলতে এক প্রকল্প হাতে নিয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। তিনি জানান, এজন্য অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত তিন হাজার পড়ুয়াদের বাছাই করা হবে। বাছাই প্রক্রিয়া শেষে সর্বভারতীয় সার্ভিসের পরীক্ষায় বসতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে তাঁদের। খুব শিগগির এই কাজ শুরু হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *