BRAKING NEWS

অসমে বজ্রপাতে চারজনের মৃত্যু, আহত চার

গুয়াহাটি, ০৫ জুন, (হি.স.) : গোগামুখ ও ঘিলামারায় আচমকা বজ্রপাতে এক মহিলা-সহ চারজনের করুণ মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলে শোকের বন্যা বয়েছে। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল বিকেলে সংঘটিত আচমকা বজ্রপাত হয় ওই অঞ্চলে। গোগামুখের গড়পাড়ায় মাঠে কাজ করছিলেন প্রয়াত শান্তিরাম গয়ারির ছেলে ৪০ বছর বয়সি তনুরাম গয়ারি। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যুমুখে পতিত হন তিনি। একইভাবে মারা যায় ওই এলাকার সজল মালাকারের বছর পনেরোর ছেলে সানু। দশম শ্রেণির মেধাবী ছাত্র সানু তখন গোগামুখ রেলওয়ে কলোনির খেলার মাঠে ক্রিকেট খেলছিল। তাছাড়া ওই বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গড়পাড়ার ফুলমতি দলে (২২), সোনাপুরের বিনু রাজবংশী (২৫) এবং গোগামুখ রেলওয়ে কলোনির সুনু সাহু (১৮)।
এদিকে ঘিলামারায়ও অনুরূপভাবে বজ্রপাত ও সঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে। সেখানে বজ্রপাতে মধুপুর চা বাগানের নিকটবর্তী একই পরিবারের মহিলা-সহ দুজনের মৃত্যুর পাশাপাশি আরেকজন গুরুতরভাবে আহত হয়েছে। জানা গেছে, বজ্রপাতে নিহত হয়েছেন মধুপুর চা বাগানের শ্রমিক রাজেন কর্মকার (৪০)-এর পত্নী জয়মতী কর্মকার (৩০) এবং তাঁদের ছেলে লুলু। প্রবল বৃষ্টিপাতের সময় তাঁরা তাঁদের ঘরের বারান্দায় ছিলেন। ইত্যবসরে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই পত্নী ও ছেলে মারা যায় এবং গৃহকর্তা রাজেন গুরুতরভাবে আহত হন। বৃষ্টি কমলে ঘটনাটি চাউর হলে প্রতিবেশীরা জড়ো হয়ে আহত রাজনকে ধেমাজি সিভিল হাসপাতালে পাঠান।
এদিকে রাজ্যের নতুন সরকারের নতুন মন্ত্রী হয়ে প্রথম তাঁর নির্বাচন কেন্দ্রে গিয়ে সংঘটিত ওই ঘটনায় মর্মাহত নবকুমার দলে মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন বলে জানা গেছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *