BRAKING NEWS

মিজো শরণার্থীদের স্বভূমে প্রত্যাবর্তনে রাজ্যে এলেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব

CSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন ৷৷ রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত পাঠানোর উদ্যোগ পুনরায় নেওয়া হচ্ছে৷ ভারত সরকার তাদের ফেরত পাঠানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক ত্রিপুরা সফরে পাঠিয়েছে৷ দীর্ঘদিন ধরে আটকে থাকা রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে ভারত সরকার যথেষ্ট আন্তরিক বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তরপূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি সত্যজিৎ গর্গ৷
শুক্রবার রাজ্যে এসে তিনি মুখ্যসচিব যশপাল সিং এবং রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ সহ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন৷ তাতে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনে খঁুটিনাটি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আগামীকাল কাঞ্চনপুর সফরে যাচ্ছেন৷ সেখানে মিজোরাম সরকার এবং ত্রিপুরা সরকারের আধিকারিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে৷ রিয়াং শরণার্থীদের মিজোরামে ফেরত পাঠানো হবেই এই সিদ্ধান্তে অটল ভারত সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি জানিয়েছেন, শীঘ্রই তাদের স্বভূমে ফেরত পাঠানো হবে৷ এদিন তিনি বলেন, বেশ কয়েকদিন আগেই তাদের মিজোরামে ফেরত পাঠানোর কথা ছিল৷ সুপ্রিমকোর্টের নির্দেশ মোতাবেক গত আগস্টের মধ্যেই তাদের মিজোরামে ফেরত পাঠানোর কথা ছিল৷ কিন্তু কয়েকটি কারণে সেই প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়ে উঠেনি৷ তবে, ভারত সরকার এখন দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে রিয়াং শরণার্থীদের মিজোরামে ফেরত পাঠানো হবেই৷
তবে, কবে নাগাদ এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু না জানালেও শ্রীগর্গ বলেছেন, মিজোরাম সরকার ভারত সরকারের কাছে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে নতুন প্ল্যান জমা দেবে৷ সে বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে৷ খুব শীঘ্রই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷
এদিকে, আগামীকাল তিনি মিজোরাম সরকার এবং ত্রিপুরা সরকারের আধিকারিকদের সাথে বৈঠক শেষে শরণার্থী শিবিরে আশ্রিত রিয়াংদের সাথেও আলোচনা করবেন৷ প্রত্যাবর্তনের বিষয়ে তাদের মতামতও নেবেন৷ এদিন, তিনি জানিয়েছেন কাঞ্চনপুর থেকে ফের মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে বৈঠক করারও সম্ভাবনা রয়েছে৷ তবে, এখনই তা চূড়ান্ত হয়নি৷
উল্লেখ্য, রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া বহু চেষ্টা সত্ত্বেও সম্পন্ন করা সম্ভব হয়ে উঠছে না৷ কোন না কোন কারণে প্রত্যাবর্তন প্রক্রিয়া বাধা পাচ্ছে৷ সম্প্রতি কাঞ্চনপুরে রিয়াং শরণার্থীরা এক ব্যক্তির ফাঁসিতে আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে যে তান্ডব চালিয়েছিল এবং গ্রামবাসীদের উপর আক্রমণ সংগঠিত করেছিল তাতে রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের আওয়াজ আরো জোরালো হয়েছে৷ ত্রিপুরা সরকার এখন আন্তরিকভাবে চাইছে রিয়াং শরণার্থীদের স্বভূমে ফেরত পাঠাতে৷ অবশ্য, বেশ কয়েকবার রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর অবশেষে এ যাত্রায় এর কোন সুরাহা বের হয় কিনা তাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *