BRAKING NEWS

প্রথমে প্রতিরোধ, অবশেষে প্রতিশোধ, বিলোনীয়ায় হামলার প্রতিক্রিয়া বিজেপি’র রাজ্য সভাপতির

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন ৷৷ শাসক দল যদি বিরোধীদের উপর বর্বরোচিত আক্রমণ চালায় তাহলে প্রথমে শান্তভাবে প্রতিবাদ জানানো হবে, এরপর প্রতিরোধ গড়া হবে৷ অবশেষে প্রতিশোধ নেওয়া হবে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিলোনিয়া বিজেপির ওপর আক্রমণের ঘটনায় এইভাবেই শাসক দলের উদ্দেশ্যে হুঙ্কার দেন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেব৷ এদিন তিনি সরাসরি শাসক দল সিপিএমকে চ্যালেঞ্জ ছঁুড়ে দিয়ে বলেন, কমিউনিস্ট পার্টি এখন দেখতে পাবে বিজেপির সংগঠন কত বড় এবং কত শক্তিশালী৷ বিলোনিয়ায় আমজাদনগরে বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিককে হেনস্তা সহ দলীয় কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনাটি ইতিমধ্যে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে অবগত করানো হয়েছে বলে জানান বিপ্লব বাবু৷ তিনি বলেন, আজ সকালেই অমিত শাহকে সমস্ত ঘটনা সম্পর্কে জানানো হয়েছে৷ তিনি আক্রমণাত্মক সুরে বলেন, রাজ্যে বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতি চালানো হলে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাওয়া হবে৷ এমনকি রাজ্যে দলীয় কর্মী সমর্থকদের বাঁচাতে কেন্দ্র হস্তক্ষেপ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷
এদিন তিনি বলেন, শাসক দলের রক্তচক্ষুর শিকার হয়ে থানার পুলিশ বাবুরাও তটস্থ৷ গতকালের ঘটনায় আরো পরিষ্কার হয়ে গেছে, পুলিশ প্রশাসন শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করে থাকে৷ তিনি অভিযোগ করে বলেন, গতকাল বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ কর্মী সমর্থকরা যখন প্রাণ বাঁচাতে থানার শরণাপন্ন হন তখন বিলোনিয়ায় ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক ত্রিলোকেশ সিনহার নেতৃত্বে কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে রাখেন৷ তিনি জানান, গতকাল যখন থানা থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচিছল তখন স্থানীয় সিপিএম নেতা আশীষ দত্তের নেতৃত্বে এক দল কর্মী সমর্থক থানায় ঢুকে তাদের বের করে দেওয়ার হুমকি দেয়৷ বিজেপি প্রদেশ সভাপতি জানান, আশীষ দত্ত পুলিশকেও শাসিয়েছেন বিজেপির নেতা কর্মীদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য৷
বিলোনিয়ায় আমজাদনগরের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে প্রচন্ড ভূল করবে পুলিশ প্রশাসন বলে বিজেপি সভাপতি কড়া হঁুশিয়ারি দিয়েছেন৷ তিনি জানান, এই ঘটনায় দল বসে থাকবে না৷ আজ থেকেই কর্মসূচী শুরু করে দিয়েছে বিজেপি রাজ্য কমিটি৷ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বিজেপির তরফে৷ প্রতিবাদ মিছিল এবং ধিক্কার মিছিলও সংগঠিত করবে বিজেপি৷ এদিন তিনি, হুঙ্কার দিয়ে বলেন, এধরনের ঘটনা আগামীদিনে ঘটলে শাসক দল সিপিএম নিজেদেরই সর্বনাশ ডেকে আনবে৷ এদিন তিনি বলেন, আমজাদনগরের ঘটনার সাথে জড়িত সিট্যু নেতা ভানু ধর, নবীন মিয়া এবং জাফর মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷
বিজেপি রাজ্য সভাপতি এদিন, দাবি করে বলেন, দল সাম্প্রদায়িক বলে যে কুৎসা রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন৷ বিলোনিয়ায় আমজাদনগরে বিজেপির বাজার সভায় সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা ছিলেন৷ বিজেপি সাম্প্রদায়িক দল হলে সংখ্যালঘুদের সাথে কিভাবে মঞ্চ ভাগাভাগি করছে সে প্রশ্ণ শাসক দলের উদ্দেশ্যে ছঁুড়ে দেন তিনি৷ তার দাবি রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যেই বিজেপির গায়ে সাম্প্রদায়িক তকমা সেঁটে দেওয়ার কৌশল নিয়েছে শাসক দল৷ কিন্তু ২০১৮’র বিধানসভা নির্বাচনে এ রাজ্যকে বামফ্রন্টের অপশাসনের হাত থেকে মুক্ত করার ক্ষেত্রে শাসক দলের এই অপকৌশল কোন প্রভাব ফেলবে না বলে জোড় গলায় দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি৷ এদিন তিনি জানিয়েছেন, বিলোনিয়ায় আমজাদনগরে গিয়ে তিনি আজই সমস্ত পরিস্থিতি খোঁজ খবর নেবেন৷ পাশাপাশি দক্ষিণ জেলা পুলিশ সুপারের সাথেও দেখা করবেন৷ দোষীদের গ্রেপ্তারের জন্যও চাপ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *