BRAKING NEWS

খরচ বাড়ল রেস্তোরাঁ, ট্রেন ও বিমানে, কার‌্যকরী হল কৃষি সেস

rupeeনয়াদিল্লি, ১ জুন (হি.স.): খরচ বাড়ল রেস্তোরাঁ, ট্রেন ও বিমানে| কারণ ৱুধবার সকাল থেকে পরিষেবার উপর বসল কৃষি কল্যাণ সেস| অর্থাত্ রেস্তোরাঁয় খেতে চাইলে পকেট থেকে খসবে আগের চেয়েও বেশি টাকা| ট্রেনের এসি ক্লাসের টিকিট, পণ্য পরিহবণ এবং পার্সেল পাঠানোর খরচও বাড়ছে| বাড়ছে বিমানে টিকিটের দামও|
দেশে কৃষির উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার যে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, সেই টাকা যে সাধারণ মানুষের উপর বাড়তি কর চাপিয়েই তোলা হবে, তা বেজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন| এই বাড়তি করের নাম কৃষি কল্যাণ সেস| বিভিন্ন ধরনের পরিষেবার উপর ০.৫ শতাংশ করে কৃষি কল্যাণ সেস বসবে বলে জানানো হয়েছিল| সেই ঘোষণা ৱুধবার থেকে কার‌্যকরী হল|
নতুন এই সেস বসার পর হোটেল-রেস্তোরাঁ সহ বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে পরিষেবা কর বেড়ে ১৫ শতাংশে পৌঁছে গেল| অর্থাত্ ভাল রেস্তোরাঁয় গিয়ে যদি ডিনার করার ইচ্ছা হয়, তা হলে হাজার টাকার খাওয়া-দাওয়া করলে ১৫০ টাকা পরিষেবা কর দিতে হবে এ বার থেকে| ট্রেনের এসি কামরার টিকিটের দামে অবশ্য বাড়তি সেসের প্রভাব পুরোটা পড়বে না| ০.৫ শতাংশ নয়, এসি কামরার টিকিটের দাম বাড়বে ০.১৫ শতাংশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *