নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাকমুক্ত পৃথিবী, তামাকমুক্ত দেশ ও তামাকমুক্ত রাজ্য

গঠন সম্ভব নয়৷ এজন্য প্রয়োজন জন সচেতনতা৷ মঙ্গলবার বিশ্বতামাক বিরোধী দিবসে বিবেকানন্দ ময়দানে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷
মঙ্গলবার রাজ্যেও নানা প্রচার ও সচেতনতামূলক কর্মসূচীর মধ্য দিয়ে তামাক বিরোধী দিবস পালিত হয়েছে৷ এ উপলক্ষে বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী বলেন, বিশেষ বিভিন্ন রোগে যেসব লোক মারা যান তার মধ্যে ৮ দশমিক ৮ শতাংশ হচ্ছে তামাক জনিত৷ বিংশ শতাব্দীতে ১০ কোটি মানুষকে তামাকজনিত কারনে মারা গেছেন৷ তিনি বলেন, ক্যান্সার রোগ সংক্রমনে সবচেয়ে বেশী সহায়ক হচ্ছে তামাক৷ বাড়ছে হৃদরোগও তামাক যে সেবন করেন শুধু তিনিই আক্রান্ত হচ্ছেন না, যে সহবাস করছেন তিনিও আক্রান্ত হচ্ছেন৷ যাদের সঙ্গে কথাবার্তা বলেন তারাও সমানভাবে আক্রান্ত হচ্ছেন৷ তামাক পরিত্যাগ করার জন্য প্রত্যেককে মানসিক ভাবে তৈরী হতে তিনি আহ্বান জানান৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক বন্ধ করার জন্য বেশকিছু আইন আছে৷ সিগ্যারেটের পেকেটের গায়ে লিখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক৷ কিন্তু তারপরও বিক্রি বন্ধ করা যাচ্ছেনা৷ একটা করেমী স্বার্থ তার ব্যবসা বানিজ্য হিসেবে এটাকে বাজারে নিয়ে আসছে৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক থেকে একটা পরিমান রাজস্ব আসছে৷ কোন একটা এলাকা বা রাজ্যের পক্ষে তামাক সেবন বন্ধ করা সম্ভব নয়৷ তিনি বলেন, তামাক সেবন বন্ধ করা সম্ভব ইচ্ছা শক্তির দ্বারা৷

