নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ গত ১৮ই ডিসেম্বর কৈলাশহর বিধানসভা কেন্দ্রের কালীপুরের দরিদ্র বাসিন্দা শ্যামল কান্তি রায়ের ১৪ বৎসরের নাবালিকা কণ্যা পিংকী রায় ঐ গ্রামেরই বাসিন্দা পিন্টু মালাকারের পুত্র বিক্রম মালাকার কর্তৃক অপহৃত হন৷ এই অপহরনে বিক্রম মালাকারকে প্রত্যক্ষ সহযোগিতা করে কালীপুরের সত্যেন্দ্র ঘোষের বাড়ীর ভাড়াটিয়া নারী পাচারকারী লক্ষী মালাকার৷ অপহৃতার পিতা কর্তৃক কৈলাশহর থানায় লিখিত অভিযোগ অপহরনকারী, নারী পাচারকারীর বিরুদ্ধে দায়ের করা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এব্যাপারে কোন সাড়া শব্দ নেই৷ এলাকার বিধায়ক বীরজিৎ সিনহা ঊনকোটি জেলা পুলিশ সুপারের নিকট সাক্ষাৎ করে অপহৃতাকে উদ্ধার, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুনাগ ব্যবস্থা অবলম্বন করিতে দাবী জানালেও জেলা পুলিশ কর্তৃপক্ষ নির্বিকার৷ অভিযুক্ত মনিপুর রাজ্যের সেনাপতি জিলার কুমাঠা এলাকায় অবস্থান করছে বলে অপহৃতার পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়৷
উপরিউক্ত বিষয়ে জেলা পুলিশ কর্তৃপক্ষ যদি সঠিক পদক্ষেপ অবলম্বন না করে তবে জেলার গনতন্ত্রকামী জনগনকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনতিবিলম্বে গনধর্নায় বসবেন বলে এলাকার বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা মন্তব্য করেছেন৷
2016-05-27
