নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিপিএম রাজ্য কমিটির বৈঠক৷ চলবে শুক্রবার পর্যন্ত৷ এই বৈঠকে কলকাতা প্লেনাম এবং আগরতলায় রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে৷ তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোটের কারণে যে বিপর্য্যয় ঘটেছে তার প্রভাব রাজ্যে পড়তে পারে সেই আশঙ্কা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্র অনুসারে জানা গিয়েছে৷ রাজ্যে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে পশ্চিমবঙ্গের ফলাফলের কারণে যাতে কোন ধরনের বিদ্রোহ সৃষ্টি না হয় সেই বিষয়েও নজর রাখার জন্য দলের শীর্ষ নেতৃত্বরা রূপরেখা চূড়ান্ত করবেন৷
2016-05-26

