BRAKING NEWS

গ্রাহকের জন্য স্বল্প মূল্যের আবাসনের বন্দোবস্ত করতে চায় ইপিএফও

epfoনয়াদিল্লি, ২২ মে (হি.স.) : পাঁচ কোটির বেশি গ্রাহকের জন্য স্বল্প মূল্যের আবাসনের বন্দোবস্ত করতে চায় কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ( ই পি এফ ও)। আগামী মাসে ভবিষ্যনিধির ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন এক বোর্ড সদস্য। কিছু দিন আগে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় লোকসভায় জানিয়েছিলেন, ভবিষ্যনিধির গ্রাহকদের জন্য সস্তায় বাড়ি দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। গত বছর ১৬ সেপ্টেম্বরের ই পি এফ ও–র বোর্ড মিটিং–এও গ্রাহকদের বাড়ি দেওয়া নিয়ে আলোচনা হয়। বাড়ি কেনার জন্য ফান্ড থেকে টাকা তোলা এবং মাসে মাসে কর্মীদের অ্যাকাউন্ট থেকে যাতে ই এম আই কাটা যায় তা নিয়ে সর্ব সম্মতিক্রমে একটি প্রকল্প পাস করা হয়। তবে বিষয়টি নিয়ে বিশেষ অগ্রগতি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *