BRAKING NEWS

বিজয় মালিয়াকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ ইডি

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ না মিটিয়ে বিদেশে পালিয়েছেন শিল্পপতি বিজয় মালিয়া| আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত মালিয়াকে গ্রেফতার করতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| বিজয় মালিয়ার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানাল ইডি| বিজয় মালিয়াকে ব্রিটেন থেকে বহিষ্কার করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানিয়েছিল ভারত| কিন্তু, ব্রিটেন সরকার জানায় তাঁরা অপারগ| কারণ ব্রিটেনের অভিবাসন আইনে কোনও বিদেশি ব্যক্তির ব্রিটেনে ঢোকার সময় যদি বৈধ পাসপোর্ট থাকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ব্রিটেনে বসবাসের সময়ও বৈঠ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক| অর্থাত্ বিজয় মালিয়াকে ব্রিটেন সরকার বহিষ্কার করতে পারবে না|
এরপরই ইন্টারপোলের কাছে মালিয়ার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারির আবেদন জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| উল্লেখ্য, ইন্টারপোল রেড কর্ণার নোটিশ জারি করা মানে, মালিয়াকে আইনি প্রত্যর্পণের ভিত্তিতে গ্রেফতার করা যাবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *