নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ শিক্ষিকার প্রহারে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার আগরতলায় হিন্দি সুকলে অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ অভিযুক্ত শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীদিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অভিভাবকদের তরফে৷
জানা গেছে, হিন্দি হায়ার সেকেন্ডারি সুকলের শিক্ষিকা এলিজাবেথ জমাতিয়া পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে গত শনিবার শাস্তি দিতে গিয়ে মারধর করেন৷ তাতে ঐ ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে৷ আজ ঐ ছাত্রীর অভিভাবক অন্যান্য অভিভাবকদের নিয়ে সুকলে বিক্ষোভ প্রদর্শন করেন৷ অভিযুক্ত শিক্ষিকার উপযুক্ত শাস্তির দাবি করেন৷ অভিভাবকদের বিক্ষোভের মুখে ঐ সুকলের প্রিন্সিপাল শ্রী ত্রিপাঠি ঘটনার সত্যতা সরাসরি স্বীকার না করলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ ঐ শিক্ষিকা দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন৷
এদিকে, এই সুকলে এলিজাবেথ জমাতিয়া কলঙ্কিত শিক্ষিকা হিসেবে পরিচিত৷ এর আগেও ছাত্রছাত্রীদের মারধর করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ কয়েকদিন আগেও সিমরাং নামে এক ছাত্রকে বেধড়ক মারধর করেছিলেন তিনি৷ তখন অবশ্য সুকল কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়৷ কিন্তু এই যাত্রায় তা আর সম্ভব হয়ে ওঠেনি৷ সুপ্রিমকোর্টের নির্দেশ মোতাবেক সুকল পড়ুয়া ছাত্রছাত্রীদের কোন অবস্থাতেই মারধর করা চলবে না৷ শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তি দিতে গিয়ে ছাত্রছাত্রীদের দৈহিকভাবে শাস্তি দেওয়া অপরাধ বলে রায় দিয়েছে সুপ্রিমকোর্ট৷ এধরনের ঘটনা ঘটলে অভিযুক্ত শিক্ষক কিংবা শিক্ষিকার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে৷ কিন্তু অনেক ক্ষেত্রেই সুকল কর্তৃপক্ষের মদতে এধরনের ঘটনা ধামাচাপা পড়ে যায়৷ এদিন, ঐছাত্রীর অভিভাবকরা দাবি জানিয়েছেন অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে তারা আইনের দ্বারস্থ হবেন৷
2016-05-11

