BRAKING NEWS

ওয়াঘা সীমান্তে নালাগেনা হচ্ছে দেশের উচ্চতম জাতীয় পতাকা, যা দেখা যাবে লাহোর থেকেও

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.) : দেশে তৈরি করা হচ্ছে উচ্চতম জাতীয় পতাকা| যা নাকি দেখা যাবে লাহোর থেকেও| ওয়াঘা সীমান্তে লাগানো হবে সেই পতাকা| পাক পঞ্জাবের ওয়াঘা সীমান্ত ও ভারতের আটারির মাঝে বিশাল গেট আনুষ্ঠানিক ভাবে বন্ধ করার প্রতীকী অনুষ্ঠান দেখতে প্রতিনিয়ত বহু মানুষ হাজির হন| বিএসএফ সেই ভিজিটার্স গ্যালারির সম্প্রসারণ ঘটাচ্ছে, যাতে আরও বেশি দর্শককে এই রিট্রিট সেরিমনি দেখার সুযোগ করে দেওয়া যায়| সেই সম্প্রসারণের অঙ্গ হিসেবেই দেশের সবচেয়ে বড় জাতীয় পতাকাটি লাগানোর পরিকল্পনা হয়েছে ওয়াঘা-আটারি সীমান্তে|
বিএসএফ-এর পঞ্জাব ফ্রন্টিয়ারের আইজি অশোককুমার যাদব বলেছেন, ৩৫০ ফুট উঁচু দণ্ডে উত্তোলন করা হবে এই পতাকা| পতাকা দণ্ডের উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিশাল আকারের জাতীয় পতাকাও তৈরি হচ্ছে| এই পতাকা উত্তোলনের পর তা পঞ্জাবের অমৃতসর থেকে যেমন দেখা যাবে, তেমনই পাকিস্তানের লাহোর থেকেও ভারতের এই জাতীয় পতাকা দেখতে পাওয়া যাবে| ২০১৭-র জানুয়ারির মধ্যে এই বৃহত্তম জাতীয় পতাকা লাগানোর কাজ শেষ হয়ে যাবে বলে বিএসএফ সূত্রের খবর| বিএসএফ জওয়ানদের কথায়, যদি আকাশকে ঢেকে দিতে না পারে পাকিস্তান, তা হলে ভারতের এই পতাকাকেও কোনও দিন ঢাকতে পারবে না তারা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *