BRAKING NEWS

আয়ত্বে আনা যাচ্ছে না দাবানল, আতঙ্কে উত্তরাখাণ্ডের বহুমানুষ

দেরাদুন, ২৯ এপ্রিল (হি.স.) : দাবানলের আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন উত্তরাখাণ্ডের বহুমানুষ| আগুনের গ্রাসে উত্তরাখণ্ডের বিশাল বনভূমি অঞ্চল | দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল | সকালে ধোঁয়ার কুণ্ডুলি মাজে মধ্যেই জঙ্গলের ভিতর জ্বলতে থাকা গাছ দেখা যাচ্ছে সন্ধের পর আগুনের লেলিহান শিখা আরও স্পষ্ট | রাতভর আতঙ্কে ঘরের বাইরে থাকছেন অনেকে | জঙ্গলের আগুন রুখতে রুদ্রপ্রয়াগে নেমেছে সেনাবাহিনী | পরিস্থিতি উদ্বেগজনক| কুমায়ুন রেজিমেন্টের জওয়ানরা নেমে পড়েছেন উদ্ধারে | হৃষীকেশে পুলিশ কর্মীদের নামানো হয়েছে উদ্ধারকাজে |গরম হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ছে দাবানল |রাজ্যের সাড়ে চার হাজার বন কর্মীকে জরুরি ভিত্তিতে কাজে নামার নির্দেশ জারি করেছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন |
গত এক সপ্তাহ ধরে চলা এই দাবানলের কারণে বিভিন্ন পাহাড়ি গ্রামে পু়েড মৃতু্য হয়েছে কয়েকজনের|১৬শো একর বনভূমি পুড়ে ছাই | আতঙ্কিত বন সংলগ্ন বিভিন্ন পাহাড়ি শহর ও গ্রাম | সরকারী তথ্য অন্তত ১৫শো গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে | পরিস্থিতি উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছে উত্তরাখণ্ড সরকার| এক সপ্তাহ ধরে চলা দাবানলের গ্রাসে রাজ্যের ১৩টি পাহাড়ি জেলা | চম্পাবত, পিথোরাগড়, আলমোড়া, নৈনিতাল, বাগেশ্বর ও গাডো়য়ালের বনভূমিতে আগুন দ্রুত ছড়াচ্ছে | প্রাকৃতিক বিপর‌্যয়ে বহু জীব বৈচিত্র নষ্ট হয়েছে বলেও আশঙ্কা বিজ্ঞানীদের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *