BRAKING NEWS

সাফল্য ইসরোর, সফল উত্ক্ষেপণ শেষ নেভিগেশন স্যাটেলাইটের

ISROশ্রীহরিকোটা, ২৮ এপ্রিল (হি.স.): সাফল্যের সঙ্গে সপ্তম তথা শেষ নেভিগেশন স্যাটেলাইটকে মহাকাশে প্রেরণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো| বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে আইআরএনএসএস-১জি স্যাটেলাইটটিকে উত্ক্ষেপণ করা হয়| আইআরএনএসএস বা ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের এই শেষ স্যাটেলাইটটি রিয়েল টাইম পজিশনিং এবং দেশের সময় ব্যবস্থাকে উন্নত করবে| এদিন সপ্তম নেভিগেশন স্যাটেলাইটের সফল উত্ক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি বলেন, ‘আমাদের রাস্তা আমরাই তৈরি করব| কীভাবে যাব, কীভাবে পেঁৗছব, এই সবই আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে হবে| জনতাকে এটা বিজ্ঞানীদের দেওয়া একটা বিশাল উপহার|
এই নিয়ে মোট ৭টি নেভিগেশন স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপন করা হল| চলতি বছরে এখনও পর‌্যন্ত ৪টি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে ইসরো| আইএসএনএসএস-১এ, ১বি, ১সি, ১ডি, ১ই, ১এফ-কে মহাকাশে ইতিমধ্যেই উত্ক্ষেপণ করা হয়েছে| বৃহস্পতিবার উত্ক্ষেপণ করা হয়েছে আইআরএনএসএস-১জি-কে| ষষ্ঠ নেভিগেশন স্যাটেলাইটটি চলতি বছর ১০ মার্চ উক্ষেপণ করা হয়|
ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম-১এফ বা আইআরএনএসএস-১ এফ টিতে মোট ৯টি স্যাটেলাইট রয়েছে| এরমধ্যে ৭টিকে স্থাপন করা হয়েছে কক্ষপথে| বাকি দুটি স্ট্যান্ডবাই হিসেবে থাকবে ভূপৃষ্ঠেই| মোট চারটি স্যাটেলাইটের সাহায্যে পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে| প্রতিটি স্যাটেলাইট তৈরিতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ইসরোর এক আধিকারিক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *