BRAKING NEWS

উত্তরাখণ্ডে আস্থাভোটের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি,২৭ এপ্রিল (হি.স.) : রাজনৈতিক অচলাবস্থা খুব সহজে কাটছে না উত্তরাখণ্ডে| আগামী ২৯ তারিখ আস্থাভোটের মাধ্যমে ওই রাজ্যের সরকার গঠনের কথা হলেও তার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট| এই বিষয়ে সুপ্রিমকোর্টে পরবর্তী শুনানি হবে আগামী ৩ মে|
ওই রাজ্যে জারি হওয়া রাষ্ট্রপতি শাসন নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছিল হাইকোর্ট| সেই নির্দেশের ভিত্তিতেই শুক্রবার আস্থাভোট হওয়ার কথা ছিল উত্তরাখণ্ডে| হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা করে কেন্দ্র| সেই মামলার ভিত্তিতেই ৱুধবার এই নির্দেশ দিল সুপ্রিমকোর্ট|
ৱুধবার নির্দিষ্ট করে কেন্দ্রীয় সরকারের কাছে সাতটি প্রশ্ন জানতে চায় আদালত| এদিনের প্রশ্নের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি আদালতের অসন্তোষই ধরা পড়েছে বলে মানছেন বিশেষজ্ঞরা| গত ২৮ মার্চ বিধানসভায় সংখ্যগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার কথা ছিল হরিশ রাওয়াতের| একদিন আগেই উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়| কেন্দ্রের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে দেরী করছিলেন রাওয়াত| তবে এখন রাষ্ট্রপতি শাসন জারিই থাকছে উত্তরাখণ্ডে| আগামী ২৯ এপ্রিল আস্থা ভোটের কথা থাকলেও তা করা যাবে না|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *