BRAKING NEWS

অসমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লক্ষ মানুষ, ৪,৯০৫ হেক্টর কৃষিজমি, নদীগর্ভে বিলীন কুড়িটি পরিবারের বাড়ি

assam mapগুয়াহাটি, ২৬ এপ্রিল, (হি.স.) : অসমে চলমান প্রবল বন্যায় ইতিমধ্যে ছয়টি জেলার প্রায় এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন| তাছাড়া জলস্ফীতির দরুন নদী-ভাঙনের কবলে পড়ে ধুবড়ি জেলায় ব্রহ্মপুত্রের ৱুকে বিলীন হয়ে গেছে কুড়িটি পরিবারের বাড়িঘর ও তিরিশের বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠান| এ-মুহূর্তে বন্যা কবলিত জেলাগুলির মধ্যে রয়েছে যোরহাট, শিবসাগর, তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদেও এবং কাছাড়| অসম রাজ্য দুর‌্যোগ ব্যবস্থাপনা অধিকরণের এক সূত্র এই তথ্য জানিয়ে বলেছেন, বন্যা কবলিত ছয়টি জেলার এক লক্ষ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের মোট ৪,৯০৫ হেক্টর কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে| সূত্রের দাবি, সরকারে পক্ষ থেকে বন্যার্তদের জন্য এখন পর‌্যন্ত ৪০টি ত্রাণ শিবির স্থাপন করেছে| এগুলিতে প্রায় ৭,৫০০জন বন্যার্ত আশ্রয় নিয়েছেন|
গত কয়েকদিনের ধারা বর্ষণে রাজ্যে অকাল বন্যায় ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন| বিভিন্ন জেলা বন্যার জলে প্লাবিত হয়েছে| বেশ কয়েকটি নদী-তীরবর্তী বহু বাঁধ ও সেতু ভেঙেছে|
রাজ্যের জলসম্পদমন্ত্রী বসন্ত দাস জানিয়েছেন, গত ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর‌্যন্ত প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয় ও নাগাল্যান্ডে প্রবল বৃষ্টিপাতের জন্য অসমকে বন্যা্র কবলে পড়তে হয়েছে| তিনি জানান, এবারের বৃষ্টিপাত গত বছরগুলির তুলনায় ১২৪ শতাংশ বেশি| তাছাড়া, রঙানদী জলবিদু্য প্রকল্পের জল ছেড়ে দেওয়ায় লখিমপুর জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ওই জেলার বেশ কয়েকটি নদী-বাঁধও ভেঙেছে|
এদিকে, ধুবড়ি জেলার দক্ষিণ শালমারার ফকিরগঞ্জের ডাকুরভিটায় ব্রহ্মপুত্র নদীর পার ভেঙে একদিনে ২০টি পরিবারের বসতবাড়ি এবং ৩০টি দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে| এই ঘটনা ঘটেছে গতকাল দুপুর থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যে| এলাকার বাজারে জনৈক সাদেক আলির একটি আদার গুদাম ছিল| ৪০০ বস্তা আদা-সহ গোটা গুদামবাড়িই নদীগর্ভে চলে গেছে| নদীগর্ভে বিলীন বসতবাড়ির মধ্যে ৪০টি পাকা বাড়িও ছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *