নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি বা আইআইটি গুলিতে এবার থেকে সংস্কৃত পড়াতে হবে| লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি| এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে একটি প্যানেলের সুপারিশে| প্রাক্তন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার এন গোপালস্বামী একটি রিপোর্টে উল্লেখ করেন, আইআইটি-তে প্রাচীন সংস্কৃত সাহিত্যে বিজ্ঞানের যে নিদর্শন মেলে তা যদি পড়ানো হয়, তা আইআইটি আরও সমৃদ্ধ হবে| রিপোর্টের ভিত্তিতে স্মৃতি ইরানি বলেছেন, ‘আইআইটি গুলিকে অনুরোধ করা হয়েছে তারা যেন ক্লাসে সংস্কৃত পড়ান| বিশেষ করে সেই সব অংশ, যেখানে বিজ্ঞান সম্পর্কিত বিষয়বস্তু রয়েছে|’
যদিও এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে কাজিয়া| দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করেছেন, ‘প্রত্যেকের বোঝা উচিত, সংস্কৃত বিশ্বের একমাত্র ভাষা যা সিঔঔ, জাভা, এসওএল, পাইথন, জাভাস্ক্রিপ্ট-এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে| ভারতে যে সমস্ত কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেস তাদের ভারত বিদ্বেষী ঘোষণা করা উচিত| আইআইটিয়ান্সরা একবার সংস্কৃত শিখে নিলেই হল|’