BRAKING NEWS

বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই রইল চতুর্থ দফার ভোট

কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.) : দু-এক জায়গায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণই রইল চতুর্থ দফার ভোট| সোমবার রাজ্যে চতুর্থ দফার ভোট| উত্তর ২৪ পরগনার ৩৩টি ও হাওড়ার ১৬টি আসনে ভোট| মোট পোলিং স্টেশনের সংখ্যা ১২ হাজার ৫০০| ভোটার সংখ্যা ১ কোটি ৮ লক্ষ| চতুর্থ দফায় সন্ধে ৬টা পর‌্যন্ত নির্বাচন কমিশনে ২,৫০০ অভিযোগ| দুপুর ৩টে পর‌্যন্ত হাওড়ায় ভোটদানের হার ৬৭.৩১ শতাংশ, উত্তর ২৪ পরগণায় ৬৭.২৭ শতাংশ | উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় শান্তিতে ভোট করানো ছিল কমিশনের কাছে চ্যালেঞ্জ| দিনের শেষে ফার্স্ট ডিভিশনে পাশ নির্বাচন কমিশন| তবে, তারমধ্যেও আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনার দুই সিপিএম প্রার্থী|
তবে, এড়ানো গেল না বিক্ষিপ্ত অশান্তি| সুকান্ত নগরের জহরদাস কলোনিতে ইট পড়ল সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার‌্যের গাড়িতে| গাড়ির কাচ ভেঙে আহত হন দমদম উত্তরের প্রার্থী| কয়েকজনকে গ্রেফতার করে পুলিস| শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, জবাব দিতে চাননি প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার‌্য| আক্রান্ত আরেক সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিক| বারাকপুরের সিপিএম প্রার্থীকে মারধর করে পরিচয় পত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে| অভিযোগ উড়িয়েছে শাসকদল|
দুপুরের দিকে বোমা পড়ল হালিশহরের আদর্শ বিদ্যাপীঠ থেকে ঢিলছোঁড়া দূরত্বে| হালিসহরের একাধিক ৱুথে ভোটদানে বাধার অভিযোগ তোলে বিরোধীরা| মানতে চায়নি শাসক শিবির| বোমা পড়ল হাওড়ার আমতাতেও| সিপিএম-তৃণমূল বোমাবাজিতে ভোট চলাকালীন উত্তপ্ত হল জয়পুরে রাজবংশীপাড়া| বোমাবাজিতে জখম হন দুজন| বরাগনরে খালসা মডেল স্কুলের ৱুথে হামলার অভিযোগ| মাথা ফাটল জোটপ্রার্থীর এজেন্ট সঞ্জীব গুহর| বারাকপুরের ১১৮ নং ৱুথে কারচুপির খবর করতে গিয়ে আধাসেনার বাধার মুখে পড়তে হল আমাদের প্রতিনিধিকে| একই ঘটনার পুনরাবৃত্তি মিনাখাঁর হরপুকুরেও| তবে বিধাননগরে ফার্স্ট ডিভিশনে পাস কমিশন| নির্বিঘ্নের বিধাননগরের ভোটে খুশি সবপক্ষই|
ভোট শুরু হতেই ফর্মে রূপা গাঙ্গুলি| হাওড়ায় পুরসভার ডেপুটি মেয়রের বিরুদ্ধে ফলস ভোটিংয়ের অভিযোগ করে বামনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে পৌছে যান উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী| পরে সালকিয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখেও পড়েন তিনি| মিডিয়াকে সঙ্গী করে ৱুথে ঢুকে বিতর্কে জ়ডালেন আরেক বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি| তাঁকে চ্যালেঞ্জ করেন নির্দল প্রার্থীর এজেন্ট| মেজাজ হারান লকেট| পরে প্রিসাইডিং অফিসারের মধ্যস্থতায় ভোট দেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *