নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ বনিক্য চৌমুহনী এলাকার রাজীব গান্ধী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বদলীর প্রতিবাদ ক্ষুব্দ ছাত্রছাত্রীরা শনিবার বনিক্য চৌমুহনীতে পথ অবরোধ করে৷
[vsw id=”Nk79V-tbi7M” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বনিক্য চৌমুহনীর রাজীবগান্ধী উচ্চবিদ্যালয়ের শারীর শিক্ষক বদলীর প্রতিবাদ জানিয়ে ক্ষুব্দ ছাত্রছাত্রীরা শনিবার বনিক্য চৌমুহনীতে পথ অবরোধ করে৷ প্রায় ২ ঘন্টা অবরোধ চলে৷ খবর পেয়ে বোধজংনগর থানার পুলিশ ছুটে যায়৷ সুকল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনেন৷ এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ মুক্ত করে৷ দাবী না মেনে শিক্ষক বদলীর আদেশ প্রত্যাহার করে না নিলে ছাত্রছাত্রীরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারী দিয়েছে৷
2016-04-24