BRAKING NEWS

কৈলাসহরে জেলা শাসককে ডেপুটেশন এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ এপ্রিল৷৷ পলিটেকনিক কলেজ স্থাপন  সহ ১৮ দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশান  প্রধান করল ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটি৷ গতকাল ঊনকোটি জেলাশাসককের SFI TRIPURAসাথে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে দাবি সনদ  তুলেছেন সংগঠনের নেতৃত্বরা৷  দাবিগুলি অতি সত্ত্বর পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন বলে জেলাশাসক অফিসে সংগটনের নেতা সঞ্জয় অধিকারী জানিয়েছেন৷ জেলাশাসক প্রতিটি দাবির  যৌক্তিকতা স্বীকার করেন এবং দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য  যা যা করার তা করবেন বলে প্রতিনিধি দলকে জানায়৷  উল্লেখযোগ্য  দাবি হল কৈলাসহরে একটি পলিটেকনিক কলেজ স্থাপন, একটি হোমিওপ্যাথিক কলেজ স্থাপন, বিএড অতি সত্ত্বর স্থাপন করা৷ কৈলাসহর কেন্দ্রের সাথে শহরতলীর সুষ্ঠ   যোগাযোগ ব্যবস্থা সাথে বাবুরবাজার, ডলুগাঁও, শিঙ্গির বিল, জলাই সহ অন্যান্য স্থানে টাউন বাস চালু করা৷ কৈলাসহর বিমানবন্দর অত্যাধুনিকভাবে পুনরায় চালু করা৷ ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয়  কমিটি কৈলাসহরবাসীর সাথে এই দাবি তুলেছেন ৷ দাবিগুলির প্রতিলিপি রাজ্যের শিক্ষামন্ত্রীর  নজরে নিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *