BRAKING NEWS

বনধ সম্পর্কে বিভিন্ন দলের প্রতিক্রিয়া, সর্বাত্মক সফল দাবী কংগ্রেসের, জনজীবন স্তব্ধ হয়েছে জানাল আমরা বাঙালী, প্রত্যাখাত হয়েছে বলল সিপিএম, কং-সিপিএমের মিতালী প্রকাশ্যে, কটাক্ষ বিজেপির

Strikeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ত্রিপুরা বনধ সর্বাত্মক সফল বলে দাবি করেছে প্রদেশ কংগ্রেস৷ সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা জানিয়েছেন, সারা রাজ্যে কংগ্রেসের ডাকা ২৪ ঘন্টার ত্রিপুরা বনধ সফলভাবে সম্পন্ন হবে৷ বিকেল পর্যন্ত যা খবর পাওয়া গেছে, তাতে গোটা রাজ্যেই বনধ সর্বাত্মক সফল৷ এদিন, গোটা রাজ্যে প্রায় ৪৫০ জন পিকেটার বনধের সমর্থনে পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন৷ সারা রাজ্যের মানুষ কংগ্রেসের ডাকা বনধকে সমর্থন করেছেন বলে দাবি করেন পিসিসি সভাপতি৷ তবে, এদিন রাজধানী আগরতলায় বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার জন্য তিনি শাসক দলকে দায়ী করেছেন৷ পিসিসি সভাপতি জানিয়েছেন, কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে আগরতলা শহরে কয়েকটি জায়গায় হামলা হুজ্জুতির ঘটনা সংগঠিত করা হয়েছে৷ এছাড়া, কমলপুরে দলীয় তিন কর্মী সমর্থক শাসক দলীয় ক্যাডারদের হাতে আক্রান্ত হয়েছেন৷ মূলত, প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা হত্যা মামলায় ইউসুফ কমিশনের রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের দাবিতে ত্রিপুরা বনধ পালন করা হয়েছে বলে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা জানিয়েছেন৷ সিবিআই তদন্তের দাবির সমর্থনে আগামীদিনে জেলাওয়ারি প্রচার কর্মসূচী সংগঠিত করা হবে বলে তিনি উল্লেখ করেছেন৷
২৪ ঘন্টার ত্রিপুরা বনধ সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করেছে আমরা বাঙালি৷ দলের তরফে এদিনের বনধে গোটা ত্রিপুরা জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছে৷ এক প্রেস বিবৃতিতে আমরা বাঙালি জানিয়েছে, রাজধানী আগরতলা সহ প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক এলাকাগুলিতে সমস্ত ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান বনধ রয়েছে৷ রাস্তাঘাটে যানবাহনও বন্ধ রয়েছে৷ এরই মধ্যে অমরপুর, মনুঘাট, দশদা, উত্তর ত্রিপুরা, ধর্মনগর, ধলাইজেলা, খোয়াই, কল্যাণপুর, মোহনপুর, আগরতলা প্রভৃতি জায়গা থেকে আমরা বাঙালি দলের ২০০ জন পিকেটারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তবে অত্যন্ত ক্ষোভের বিষয় এই যে খোয়াইতে শান্তিপ্রিয় আমরা বাঙালি দলের পিকেটারদের উপর শাসকদলের মদতপুষ্ট ক্যাডার বাহিনী পুলিশের সামনেই অতর্কিতে আক্রমণ করে লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে, যার মধ্যে দুজন বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ অন্যদিকে, ধলাই জেলার মনুঘাটে পিকেটিংরত আমরা বাঙালি কর্মী প্রাণেশ দাসকে এমডিসির সদস্য মতিলাল শুক্লবৈদ্য প্রচন্ডভাবে মারধর করে জখম করার পর ভবিষ্যতে প্রাণে মারার হুমকি দেয়৷ বর্তমানে সে চিকিৎসাধীন৷ দলের গণতান্ত্রিক এই আন্দোলনের উপর শাসকদলীয় ক্যাডারদের এধরনের বর্বরোচিত আক্রমণের ঘটনায় দল প্রচন্ডভাবে ক্ষুব্ধ৷ আমরা বাঙালি দল প্রশাসনের কাছে দাবি রাখছে যদি আমরা বাঙালি দলের গণতন্ত্রপ্রিয় সত্যাগ্রহী কর্মীদের উপর শাসক দলের ক্যাডারদের এজাতীয় অগণতান্ত্রিক হিংস্র আক্রমণ বন্ধ না হয় এবং দোষীদের কঠোর হস্তে শাস্তির ব্যবস্থা না করা হয় তবে ভবিষ্যতে সারা রাজ্যজুড়ে আমরা বাঙালি দল বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে৷ বন্ধকে সর্বাত্মক সফল করার জন্য রাজ্যবাসীকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ও সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করেছে৷
কংগ্রেসের ডাকা বন্ধ প্রত্যাখ্যাত হয়েছে বলে জানাল সিপিএম৷ দলের পক্ষ থেকে এক বিবৃতে বলা হয়েছে, আজ কংগ্রেস দলের প্রদেশ সভাপতির গোষ্ঠী আহুত ২৪ ঘন্টার অযৌক্তিক ত্রিপুরা বন্ধ সমগ্র রাজ্যে অভূতপূর্ব ভাবে প্রত্যাখ্যাত হয়েছে৷ রাজ্যের সর্বত্র হাট-বাজার, দোকান – পাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ও ছোট যানবাহান চলাচল স্বাভাবিক ছিল৷ আগরতলা সহ কয়েকটি মহকুমা শহরে বড় কোদান পাট কিছু বন্ধ থাকলেও দৈনিক বাজারগুলি খোলা ছিল৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ জনস্বার্থের সঙ্গে সঙ্গতিহীন, মিথ্যার উপর ভিত্তি করে আহুত এই বন্ধ প্রত্যাখ্যান করায় রাজ্য বামফ্রন্ট কমিটি রাজ্যের গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, শান্তি ও উন্নয়নকামী জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে৷ কংগ্রেস দল এর থেকে শিক্ষা গ্রহণ করবে বলে বামফ্রন্ট আশা করে৷
ত্রিপুরা বন্ধে কংগ্রেস ও সিপিএমের সমঝোতা ফুটে উঠেছে বলে কটাক্ষ করেছে বিজেপি রাজ্য কমিটি৷ বন্ধের বিরোধিতায় রবিবার পর্যন্ত নানা স্থানে শাসকদল প্রচারে ঝড় তুললেও আজ তাদের নীরব সমর্থন দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷ এদিন, বন্ধকে ঘিরে সারা রাজ্যে যে স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয়েছে তাতে কংগ্রেস ও সিপিএমের মিলিঝুলি মনোভাব ধরা পড়েছে বলে কটাক্ষ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *