মালিয়ার বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

vijay mallyaমুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): ঋণ খেলাপির মামলায় বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের এক আদালত। ই ডি–র অভিযোগ ছিল, নিজের রুগ্ন সংস্থা কিংফিশার এয়ারলাইনস–এর জন্য ঋণ করে, সেই টাকা দিয়ে বিদেশে সম্পত্তি কিনেছেন বিজয় মালিয়া। সোমবার মুম্বইয়ের এক বিশেষ আদালতে সেই অভিযোগ অস্বীকার করেন মালিয়ার আইনজীবীরা। আই ডি বি আই ব্যাঙ্কের ৯০০ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় মালিয়াকে জেরা করবে বলে তিনবার সমন পাঠায় ই ডি। একবারও হাজিরা দেননি এই লিকার ব্যারন। ই ডি–র অনুরোধে তাঁর কূটনৈতিক পাসপোর্ট সাসপেন্ড করেছে সরকার।