BRAKING NEWS

লাতুরে পৌঁছল আরও একটি জল ভর্তি ট্রেন, স্বস্তি মানুষের

লাতুর, ১৪ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের খরা কবলিত লাতুরে পৌঁছল জলের আরও একটি বিশেষ ট্রেন| বুধবার সকালে ১০ ওয়াগন ভর্তি জল নিয়ে মহারাষ্ট্রের পশ্চিমে সাঙ্গলি জেলার মিরাজ থেকে ওই বিশেষ ট্রেন রওনা দিয়েছিল| ট্রেনটির প্রত্যেক ওয়াগনে ৫০ হাজার লিটার জল রয়েছে| বুধবার রাতেই ট্রেনটি খরা কবলিত লাতুরে পেঁ ছয়| এ কথা জানিয়েছেন মধ্য রেলের মুখ্য মুখপাত্র নরেন্দ্র পাটিল|
জেলা প্রশাসন ওই জল মজুত করার জন্য লাতুর স্টেশনের কাছেই একটি বড় কূপ খনন করেছে| সেখান থেকেই লাতুর শহরে জল সরবরাহ করা হচ্ছে| এরপর আরও জলের বিশেষ ট্রেন লাতুরে নিয়ে যাওয়া হবে| এ জন্য রেল মন্ত্রক মিরাজের কোটা ওয়ার্কশপে ৫০ টি ট্যাঙ্ক ওয়াগনের দুটি মালগাড়ি বরাদ্দ করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *