BRAKING NEWS

বন্দরগুলোর উন্নয়নের জন্য আন্তর্জাতিক মহলকেও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দৈর্ঘ্যের উপকূলকে রাষ্ট্রের বৃদ্ধির চালিকাশক্তি বলে উল্লেখ করে বন্দরগুলোর উন্নয়নের জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা প্রয়োজন বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এজন্য তিনি আন্তর্জাতিক মহলকেও এই ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন|
বৃহস্পতিবার দেশের প্রথম মেরিটাইম ইন্ডিয়া সামিট (এমআইএস)-র উদ্বোধন করতে গিয়ে মোদী জানান, সমুদ্র পথের দিকে নজর দেওয়ার এটই সেরা সময়| মোদী আরও বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত যে ২০২৫ সালের মধ্যে দেশের বন্দরগুলির মিলিত ক্ষমতা ১৪০০ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ৩ হাজার মিলিয়ন টন করা হবে|
তিনি আরও জানান, এজন্য বন্দরগুলির খোলনলচে বদলাতে ১ লক্ষ কোটি টাকার প্রয়োজন| বর্তমান অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদাও| সেই অনুযায়ী আমদানি ও রফতানি বাণিজ্যের বৃদ্ধির কথা মাথায় রেখে দেশে আরও ৫টি বন্দর তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান|
জলপথের উন্নয়নের ব্লু-প্রিন্ট খোলসা করতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের ১২টি প্রধান বন্দরের যেমন আধুনিকীকরণ করা হবে| আবার ৮টি উপকূলবর্তী রাজ্যে প্রায় ১০০টি প্রকল্পকে বাস্তবায়িত করা হবে বলেও তিনি ঘোষণা করেন| পাশাপাশি বন্দরগুলিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে যুক্ত করা এবং বন্দরের পাশে স্মার্ট-সিটি, শিল্প-পার্ক, ওয়্যারহাউস, লজিস্টিক্স পার্ক এবং পণ্য পরিষেবা করিডর নির্মাণ করা হবে| আর এরমধ্যে দিয়ে কর্মসংস্থান বাড়বে বলেও জানান মোদী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *