BRAKING NEWS

উত্তাল ভূস্বর্গে বন্ধ ইন্টারনেট, জারি কার্ফুু

শ্রীনগর, ১৪ এপ্রিল (হি.স.): ভূস্বর্গের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে| সেনা জওয়ানরা এক ছাত্রীর শ্লীলতাহানি করেছিল, এই অভিযোগ ওঠার পর থেকেই বিক্ষোভের আগুনে উত্তপ্ত হচ্ছিল কাশ্মীরের হান্দোওয়ারা এলাকা| পরিস্থিতি সামলাতে নিরাপত্তারক্ষীরা গুলি ও কাঁদানে গ্যাসের গোলা ছুড়লে মৃতু্য হয় এক যুবকের| আহত হন আরও দু’জন| মঙ্গলবারও বিক্ষোভ মিছিলে সেনা গুলি চালালে এক মহিলা-সহ তিন জনের মৃতু্য হয়েছিল| যে ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে সেনা জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দেন সেনাকর্মীরা নয়, তাঁর শ্লীলতাহানি করেছিল স্থানীয় দুই যুবক| সেনার তরফে ছাত্রীটির সেই ভিডিও বিবৃতি প্রকাশও করা হয়| কিন্তু এত কিছু করেও পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে|
পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় নতুন করে কার্ফু জারি করা হয়েছে| রাজ্যের তিন জেলায় বন্ধ রাখা হয়েছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা| বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়েছে| বুধবারই কাশ্মীরের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জরুরি তদন্তের দাবিতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে দেখা করেন| মঙ্গলবার মিছিলে গুলি চালানোর ঘটনায় এক অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *