BRAKING NEWS

ফায়ারম্যান নিয়োগে স্থগিতাদেশের সিদ্ধান্ত দপ্তরের মন্ত্রী ও সচিব জানেন না

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তার ফায়ারম্যান নিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া এবং প্রধান সচিব টি কে চাকমা জানেনই না বলে মন্তব্য করেছেন৷ মন্ত্রী এবং সচিবকে কার্যত ঘুমে রেখে ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তার নেওয়া সিদ্ধান্ত ঘিরে রাজ্য প্রশাসনে রীতিমত ঝড় বয়ে গেছে৷ গতকাল নিয়োগের স্থগিতাদেশ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে অবগত নন বলে জানান৷ পক্ষান্তরে দপ্তরের প্রধান সচিবও এরকম কোন সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেন৷ বুধবার বহু চেষ্টা করেও প্রধান সচিব শ্রী চাকমার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ তবে মন্ত্রী শ্রী জমাতিয়া জানিয়েছেন অফিস খুললে পর তিনি এবিষয়ে বলতে পারবেন৷
৩৮৮টি ফায়ারম্যান পদের অফার আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ শাসক দলের নেতাদের যারা টাকার বিনিময়ে চাকুরী পাইয়ে দিয়েছেন তাদের দৌঁড়ঝাপ শুরু হয়ে গিয়েছে৷ অভিযোগ ছিল ফায়ারম্যান সিকেলশন বোর্ড ইন্টারভিউর মাধ্যমে যাদের নির্বাচিত করেছে তাদের অধিকাংশের ভাগ্যে চাকুরী জোটেনি৷ চাকুরীর অফার যারা পেয়েছেন তাদের একাংশ ইন্টারভিউও দেয়নি৷ পার্টি অফিসের তালিকা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সিলেকশন বোর্ডের তালিকা পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ফায়ার সার্ভিস দপ্তরের অধিকর্তা ফায়ারম্যান পদে চাকুরীগুলি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন৷ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অফারপ্রাপকদের জয়েনিং গ্রহণ না করার নির্দেশ জারি করেছেন৷
ফায়ারম্যান পদে অফার ছাড়ার পর থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছে৷ সিলেকশন বোর্ড কর্তৃক নির্বাচিত তালিকায় নাম না থাকা অনেক প্রার্থীর নামে অফার গিয়েছে৷ অভিযোগ অনেক ভাগ্যবান যারা অফার পেয়েছেন তাদের অনেকেই ইন্টারভিউ দেয়নি, লিখিত পরীক্ষায় বসেনি৷ বঞ্চিত প্রার্থীরা এই সমস্ত বিষয়গুলি জানতে পেরে সরব হন৷ অভিযোগ তোলা হয় টাকার বিনিময়ে অফার বিক্রি করা হয়েছে৷ এই অভিযোগ উঠার পরই ফায়ার সার্ভিস দপ্তরে রীতিমতো ঝড় উঠে৷ মন্ত্রী ও সচিবের সাথে যোগাযোগ করা হলে জানান, নিয়োগ প্রক্রিয়া স্থগিত সংক্রান্ত কোন তথ্য তাঁদের জানা নেই৷
এদিকে, ফায়ারম্যান পদে নিয়োগ করার ক্ষেত্রে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের অগ্রাধিকার দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে৷ সিভিল ডিফেন্সের বেশ কয়েকজন ভলান্টিয়ার সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারী আবাসনে গিয়ে ডেপুটেশন দেন৷ তারা মুখ্যমন্ত্রীকে একটি স্মারক দিয়েছেন৷ সিভিল ডিফেস্পের ভলান্টিয়াররা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে জানান যে, এই ফায়ারম্যান পদে চাকুরীতে ব্যাপক অনিয়ম হয়েছে৷ এরপরই ফায়ারম্যান নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *