BRAKING NEWS

কিছুটা স্বস্তিতে লাতুর, ৫ লক্ষ লিটার জল নিয়ে পেঁৗছল বিশেষ ট্রেন

laturলাতুর, ১২ এপ্রিল (হি.স.): খরা কবলিত লাতুরে ৫ লক্ষ লিটার জল নিয়ে পৌঁছল বিশেষ ট্রেন| সোমবার মিরাজ থেকে লাতুরের উদ্দেশে রওনা দেয় ১০ ওয়াগনের এই ট্রেনটি| আর মঙ্গলবার ভোর ৫টা নাগাদ লাতুরে পৌঁছয় ট্রেনটি| ৩৫০ কিলোমিটার পাড়ি দিতে বিশেষ ট্রেনটির সময় লেগেছে ১৮ ঘন্টা| ৮ এপ্রিলের কোটার ওয়ার্কশপ থেকে মিরাজের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি| এদিকে, ১৫ এপ্রিলের মধ্যে জলভর্তি আরও একটি মালবাহী ট্রেনকে লাতুরে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হবে বলেও জানিয়েছেন রেলের এক আধিকারিক|
লাতুরের মেয়র শেখ আখতার বলেছে, জল আসার খবরে কিছুটা হলেও স্বস্তিতে লাতুর| রাত থেকেই স্টেশনে প্রতীক্ষায় বসে আছেন বহু মানুষ| জেলা প্রশাসন সেই জল মজুত করে রাখার ব্যবস্থা করছে| সেখান থেকেই তা পৌঁছে দেওয়া হবে লাতুরের অন্যান্য জায়গায়| এক রেল আধিকারিক জানিয়েছেন, আগামী ১৫ তারিখের মধ্যেই ৫০ ওয়াগনের আরও একটি জলভর্তি বিশেষ ট্রেন সেখানে পৌঁছবেয়| সেই ট্রেনটির প্রতিটি ওয়াগনে ৫৪ লিটার করে জল ধরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *