নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১০ এপ্রিল৷৷ স্বামীর অনুপস্থিতিতে মহিলাকে জ্বালাতন ও ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মহিলার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে এক লম্পট৷৷ ঘটনা ধলাই জেলার কমলপুরের উত্তর হালাহালির মুসলিম পাড়ায়৷ অভিযুক্তের নাম জৈনার উদ্দিন৷
ধলাই জেলার কমলপুরের উত্তর হালাহালির মুসলিম পাড়ার এক মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত মহিলার বাড়ি হামলা ও ভাঙচুর চালিয়েছে ওই লম্পট৷ মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তাদের উপরও কোদাল নিয়ে চড়াও হয় ওই লম্পট৷ জানা যায়, মহিলার স্বামী বাড়িতে থাকেন না৷ কর্মসূত্রে অন্যত্র থাকেন৷ মহিলার একাকিত্তের সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু দিন ধরেই মহিলাকে বিরুক্ত করে চলছিল৷ তাকে কুপ্রস্তাব দিয়েছিল৷ মহিলা তাতে রাজী হননি৷ জ্বালাতন সহ্য করতে না পেরে মহিলা বিষয়টি ওই লম্পটের স্ত্রীকে জানান৷ তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ক্ষিপ্ত হয়ে সে মহিলার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়৷ প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হয় ওই উত্যক্ত ব্যক্তি৷ এ ব্যাপারে মহিলা কমলপুর থানার মামলা দায়ের করেছেন৷কমলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অভিযুক্ত জৈনোর উদ্দিন পলাতক৷ ঘটনাকে কেন্দ্র করে হালাহালির মুসলীম পাড়ায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
