নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): ন্যাশনাল এলিজিবিলিটি এনট্রান্স টেস্ট (এনইইটি)-এর মাধ্যমে দেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি নেওয়া যেতে পারে| সোমবার ন্যাশনাল এলিজিবিলিটি এনট্রান্স টেস্ট-এ শিলমোহর দিল সুপ্রিম কোর্ট| ২০১৩ সালে অবশ্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া প্রস্তাবিত ন্যাশনাল এলিজিবিলিটি এনট্রান্স টেস্টকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট| সেই সময় দেশজুড়ে এমবিবিএস, বিডিএস অথবা গ্রাজুয়েশন কোর্সে ভর্তির জন্য কমন এন্ট্রান্স টেস্টকে বৈধতা দিতে অস্বীকার করেছিল সুপ্রিম কোর্ট| তবে সোমবার ন্যাশনাল এলিজিলিটি এনট্রান্স টেস্ট-এর রিভিউ পিটিশনের শুনানি শোনার সময় সুপ্রিম কোর্ট রায় দেয়, ন্যাশনাল এলিজিলিটি এনট্রান্স টেস্ট-কে সারা দেশব্যাপী লাগু করা হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এইইটি-র মাধ্যমে দেশের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তি নেওয়া যেতে পারে|
উল্লেখ্য, ২০১৩ সালে ন্যাশনাল এলিজিবিলিটি এনট্রান্স টেস্টকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে শীর্ষ আদালত রায় দিয়েছিল, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার জোর করে প্রাইভেট মেডিক্যাল কলেজগুলির উপরে কমন এন্ট্রান্স টেস্টের নিয়ম চাপিয়ে দিতে পারে না| ভারতের সংবিধান সংখ্যালঘুদের নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার এবং তা নিজশর্তে চালানোর অধিকার দিয়েছে, কমন এন্ট্রান্স টেস্ট সেই অধিকারে হস্তক্ষেপ করবে বলে সেই সময়ে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট| সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে ফের রিভিউ আপিল করেছিল মেডিক্যাল কাউন্সিল| প্রসঙ্গত, বর্তমানে সারা দেশে ডাক্তারিতে ভর্তি হওয়ার জন্য ৯০টি মেডিক্যাল এনট্রান্স টেস্ট হয়|
2016-04-11