কল্যাণ আশ্রমের মহিলা সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ কল্যাণ আশ্রম ত্রিপুরা মহিলা সম্মেলন মেলারমাঠস্থিত পরামার্থ সাধক সংঘে অনুষ্ঠিত হয়েছে৷ভারতবর্ষের বনে, পাহাড়ে যে সব জনজাতি লোকজন বসবাস করছেন ভারতীয় সংসৃকতির ধারায় DSC_7548আবদ্ধ রাখার লক্ষ্যেই বনবাসী কল্যাণ সমিতি কল্যাণ আশ্রম স্থাপন করে৷ ১৯৭৯ সালে ত্রিপুরার কল্যাণ আশ্রম গড়ে উঠে৷ কিছু সামাজিক, রাজনৈতিক ওবৈদেশিক চক্রান্তের ফলে জনজাতি অংশের জনগন সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে শুরু করেছেন৷ তাদের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য এবং তাদের স্বনির্ভরতা বজায় জন্য ও সর্বাঙ্গীন উন্নতি সাধনের জন্য রাজ্যেও কল্যাণ আশ্রম গড়ে উঠে৷ ধীরে ধীরে এই কাজ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে৷ ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরাতে কল্যাণ আশ্রমের কাজ শুরু হয়৷ত্রিপুরাতে গড়ে উঠা জনজাতি কল্যাণ সমিতি পরিচালিত কল্যান আশ্রমে দীর্ঘ দিন ধরেই সেবামূলক কাজ চলেছে৷ রাজ্যে জনজাতিদের কল্যাণে কাজকর্ম আরও সম্প্রসারিত করার উদ্যোগও গ্রহণ করেছে জনজাতি কল্যান সমিতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *