BRAKING NEWS

সোমবার অসমে শেষ দফার ভোট, ভাগ্য নির্ণয় হবে ৫২৫ জন প্রার্থীর

assam mapগুয়াহাটি, ১০ এপ্রিল (হি.স.) : কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে চতুর্দশ অসম বিধাসভার দ্বিতীয় তথা শেষ দফা ভোটের। সোমবার সকাল সাতটা থেকে মধ্য ও নিম্ন অসমে শুরু হবে বাকি ৬১ আসনে ভোটপ্রক্রিয়া। গতকাল বিকেল পাঁচটায় সরব প্রচারের অন্তিম ক্ষণের আগে চমক দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আগামীকাল সংশ্লিষ্ট আসনের মোট ৫২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১,০৪,৩৫,২৭৭ জন ভোটার। ভোটপ্রার্থীদের মধ্যে ৪৪ জন মহিলা ময়দানে রয়েছেন। এতে অসম গণ পরিষদের ১৯, এআইইউডিএফ-এর ৪৭, বিপিএফ-এর ১০, বিজেপি-র ৩৫, কংগ্ৰেসের ৫৭, সিপিআই-এর ৫,সিপিআইএম-এর ৯, সিপিআই-এমএলের ১, এসইউসিআই-এর ১১, নিৰ্দলীয় ২১৭ এবং অন্যান্য ১১৪ প্রার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় দফায় ৫৩,৯১,২০৪ পুরুষ এবং ৫০,৪৪,০৫১ মহিলা এবং অন্যান্য ২২ জন-সহ মোট ১,০৪,৩৫,২৭৭ জন ভোটার ১২,৬৯৯টি ভোটকেন্দ্ৰে ৫২৫ জন প্ৰাৰ্থীর ভাগ্য নিৰ্ণয় করবেন। ইতিমধ্যে জেলায় জেলায় ভোটকর্মীরা তাঁদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে যাত্রা শুরু করেছেন। আগামীকালের ভোটপর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন তথা প্রশাসন পুরোপুরি প্রস্তুত। জানিয়েছেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক।সোমবারের শেষ দফার ভোটে ভাগ্য নির্ণয় হবে বিজেপি-র স্টার ক্যাম্পেনার ড. হিমন্তবিশ্ব শর্মা, এআইইউডিএফ-প্রধান সাংসদ বদরুদ্দিন আজমল, প্রাক্তন মন্ত্রী বিধায়ক কংগ্রেসের নীলমণিসেন ডেকা, প্রাক্তন মন্ত্রী বিধায়ক অকন বরা প্রমুখ হাইপ্রোফাইল নেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *