নয়াদিল্লি, ১০ এপ্রিল ( হি. স.): আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী ভূমিকম্প । রবিবারের এই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি, কাশ্মীর, চন্ডীগড় সহ উত্তরভারতের বহু এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। দিল্লিতে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা। আজ বিকেল চারটে নাগাদ হঠাৎই কেপে ওঠে রাজধানী। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। আতঙ্ক ছড়ায়। ভারতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পাকিস্তান আফগানিস্তানে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।গোটা হিন্দুকুশ পর্বতমালা জুড়েই এই কম্পন অনুভুত হয়েছে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ৬.৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায় মাত্রা ৬.৬। আফগানিস্তানের আসকাসাম থেকে ৩৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ার থেকে যা ২৪৮ কিলোমিটার উত্তরে।
2016-04-10