BRAKING NEWS

অগ্নিকাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকসহ কেরলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক প্রকাশ রাষ্ট্রপতির

modi-pravabনয়াদিল্লি, ১০ এপ্রিল (হি. স. ) : কেরলের কোল্লামে পুঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রবিবারের অগ্নিকাণ্ডে  ঘটনার পরই শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত সিং, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।এদিন অগ্নিকাণ্ডের পরই প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, ‌আহতদের দেখতে ১৫ জন চিকিৎসকের দল নিয়ে কোল্লামের পুত্তিঙ্গল মন্দিরে যাচ্ছেন তিনি। সেখানে আহতদের চিকিৎসার কাজ করবে কেন্দ্রীয় সরকারের এই দল। সেই কথা মতই সমস্ত কর্মসূচী বাতিল করে কেরালায় পৌঁছে গেলেন।রবিবার ভোর রাতে, কেরলের পুঙ্গল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ছাড়াল ১০৯। জখম সাড়ে তিনশ’র বেশি মানুষ। ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় জানিয়েছিলেন ঘটনায় তিনি শোকাচ্ছন্ন। মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ারও নির্দেশ দেন। আহতদের পরিবারকে ৫০০০০ হাজার টাকা ও নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর মারফত জানান হল, মোদী নির্দেশ দিয়েছেন, কেরালায় নামার পর কোনও প্রোটোকল মানার দরকার নেই , সবাই যেন উদ্ধার কাজেই মন দেয়।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ঘটনাস্থলে যান কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীসহ কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দুপুরের পরই ঘটনাস্থলে যাবেন রাহুল গান্ধী ও তার সঙ্গে কিছু কেন্দ্রীয় ও রাজ্যের নেতা। এছাড়া, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহও পুত্তিঙ্গল মন্দির ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি কেরালায় নির্বাচনী সব সভা-সমাবেশ স্থগিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *